Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

গোয়া ম্যাচের পরই লিগ শিল্ডের ট্রফি পাবে মোহনবাগান, উৎসবের প্রস্তুতি যুবভারতীতে

ওড়িশা ম্যাচের পর শিল্ডের রেপ্লিকা নিয়ে মাঠেই উৎসবে মেতেছিলেন সবুজ-মেরুন ফুটবলাররা।

Mohun Bagan will be given League shield Trophy after FC Goa Match
Published by: Subhajit Mandal
  • Posted:March 4, 2025 4:41 pm
  • Updated:March 4, 2025 4:41 pm  

দুলাল দে: শনিবার ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে নামছে মোহনবাগান। আগেই লিগ শিল্ডের ভাগ্য নির্ধারণ হয়ে যাওয়ায় সেই ম্যাচের গুরুত্ব নেই ঠিকই। কিন্তু সেই ম্যাচের পরই উৎসবে মেতে উঠবে যুবভারতী। গোয়া ম্যাচের পরই শুভাশিস বসুদের হাতে লিগ শিল্ড তুলে দেবেন এফএসডিএল কর্তারা।

Advertisement

এই নিয়ে দ্বিতীয়বার লিগ শিল্ড পাচ্ছে মোহনবাগান। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে উপচে পড়বে যুবভারতীর গ্যালারি। এফএসডিএল কর্তারা লিগ শিল্ড ট্রফিটি ম্যাচের আগের দিন অর্থাৎ শুক্রবার রাতে কলকাতায় নিয়ে আসছেন। মোহনবাগান এবারের লিগ শিল্ড নিশ্চিত করেছে গত রবিবার ঘরের মাঠে ওড়িশা এফসিকে হারানোর পরে। কিন্তু সেদিন তাদের শিল্ড তুলে দেওয়া হয়নি তার কারণ, সেই ম্যাচেই যে পেত্রাতোসরা শিল্ড পাচ্ছেন তা নিশ্চিত ছিল না আগে থেকে। ম্যাচের ফল অন্যরকম হলে সেদিন লিগ শিল্ড নিশ্চিত হত না মোহনবাগানের। তাই আগে থেকে শিল্ড আনা হয়নি কলকাতায়। আবার এফএসডিএল কর্তারা মুম্বই এরিনাতেও কামিংসদের শিল্ড দিতে চাননি। ঘরের মাঠে ট্রফি জয়ের পরিবেশটাই অন্যরকম হয়। তাই গ্যালারি ভর্তি দর্শকের সামনে লিগ শিল্ড নিয়ে উৎসবে মাতার সুযোগ করে দিতেই এফসি গোয়া ম্যাচের পর মোহনবাগানকে শিল্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ম্যাকলারেনদের হাতে লিগ শিল্ড কে তুলে দেবেন তা এখনও ঠিক হয়নি।

ওড়িশা ম্যাচে পেত্রাতোসের গোলের পরই বাঁধনছাড়া উচ্ছ্বাসে ভেসে গিয়েছিল যুবভারতীর গ্যালারি। ম্যাচ শেষে দেখা গিয়েছিল শিল্ডের রেপ্লিকা নিয়ে মাঠেই উৎসবে মেতেছিলেন সবুজ-মেরুন ফুটবলাররা। সবুজ-মেরুন আবির আর আতসবাজিতে ছেয়ে গিয়েছিল চারদিক। এবার অবশ্য আর রেপ্লিকা নয়, আসল শিল্ডই শনিবার হাতে তুলে নেবেন টম অলড্রেডরা। যদিও এফসি গোয়া ম্যাচে কার্ড সমস্যার জন্য থাকছেন না অধিনায়ক শুভাশিস বসু। তবে এই ম্যাচে গুরুত্ব না থাকলেও মোহনবাগান কোচ জোসে মোলিনা চাইছেন জিতেই প্লে অফে নামতে।

আগের ম্যাচেও দু’গোলে এগিয়ে গিয়ে শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ ড্র করতে হয়েছে ম্যাকলারেনদের। একই সঙ্গে আরও একটি নজিরের সামনে দাঁড়িয়ে মোহনবাগান। জাতীয় লিগ থেকে আজ পর্যন্ত দেশের প্রথম পর্যায়ের লিগে ২৯টি মরশুমে মোহনবাগানের মোট সংগ্রহ ৯৯৭ পয়েন্ট। শনিবার এফসি গোয়া ম্যাচটি জিতলে তারা প্রথম ক্লাব হিসাবে ১০০০ পয়েন্ট সংগ্রহ করতে পারবে। সেদিক থেকেও গোয়া ম্যাচের গুরুত্ব রয়েছে সবুজ-মেরুন সমর্থকদের কাছে। শিল্ড জয়ের পাশাপাশি যদি গোয়ার বিরুদ্ধে জিতে ঘরের মাঠেই এই নজিরও গড়া যায়, তাহলে শনিবারের আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে মেরিনার্সদের। কারণ, দেশের অন্য কোনও ক্লাবের দেশের প্রথম পর্যায়ের লিগে ১০০০ পয়েন্ট সংগ্রহের নজির নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement