Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

আজ লিগে মোহনবাগানের সামনে টালিগঞ্জ, দু’টি কারণে বিশেষ সতর্ক সবুজ-মেরুন

এদিকে বুধবার সিএফসির বিরুদ্ধে নামবে মহামেডান।

Mohun Bagan to face Tollygange Agragami in Calcutta Football League | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 12, 2023 11:55 am
  • Updated:July 12, 2023 11:55 am  

স্টাফ রিপোর্টার: ঘরোয়া লিগের প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে দুরন্ত জয়। বুধবার লিগের দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের সামনে টালিগঞ্জ অগ্রগামী। নয়ের দশকের শেষ দিকে ভারতীয় ফুটবলের জাতীয় স্তরে অন্য দলগুলোর কাছে সমীহ জাগানো নাম হলেও এখন টালিগঞ্জের দলটি যেন সেই সময়ের ছায়ামাত্র। তবুও দ্বিতীয় ম্যাচে নামার আগে মোহনবাগান কোচ বাস্তব রায়ের গলাতে প্রতিপক্ষের জন্য যথেষ্টই সমীহের সুর। তিনি বলেন, “টালিগঞ্জ দল হিসাবে খুব ভাল। বিশেষ করে দুটো উইং। ওরা মাঝমাঠে প্রচুর পাস খেলছে। খুব শক্ত ম্যাচ হতে চলেছে।”

কেন সমীহ সুর বাস্তবের গলাতে? তার দু’টি কারণ। প্রথমত গত ম্যাচে তিন গোল দিলেও পাঠচক্রের মতো দলের কাছেও এক গোল খেতে হয়েছে। একই সঙ্গে প্রচুর গোলের সুযোগ তৈরি করলেও টপবক্সের মধ্যে গিয়ে সুহেল ভাটরা খেই হারিয়ে ফেলছেন। এই দুটি বিষয় ভাবাচ্ছে মোহনবাগান কোচকে। ঘরোয়া লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে তাই চোট আঘাত নিয়ে চিন্তা না থাকলেও এই দুটি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন বাস্তব। তিনি বলেন, “গত ম্যাচে প্রচুর গোলের সুযোগ তৈরি হলেও তিন গোল করেছি। আমাদের এবার সুযোগগুলো আরও কাজে লাগাতে হবে। তার জন্য এই ক’দিন প্রচুর অনুশীলন করানো হয়েছে। আশা করি ভাল ফলই হবে। আমরা আরও ভাল ফুটবল উপহার দেব।”

Advertisement

[আরও পড়ুন: ‘পদ ছেড়ে চলে যাওয়া উচিত’, পঞ্চায়েতে বিপুল জয়ের পর কুণাল ঘোষের নিশানায় রাজ্যপাল]

মোহনবাগানের (Mohun Bagan) আক্রমণভাগের তরুণ ফুটবলাররা ইতিমধ্যেই সমর্থকদের মন জয় করেছেন। বিশেষ করে সুহেল ভাট, এনসং সিং ও টাইসন সিংরা দারুণ ছন্দে রয়েছেন। নজর কেড়েছেন সুমিত রাঠিও। গত ম্যাচে গোল না পেলেও সুহেল ভাট ম্যাচের সেরা হয়েছেন। এমনকী প্রথম ম্যাচে ফরদিন আলিকেও পরিবর্ত হিসাবে ব্যবহার করেছেন বাস্তব। বুধবার প্রথম একাদশে ছোট খাটো পরিবর্তন আনার চিন্তাভাবনা রয়েছে মোহনবাগান কোচের। প্রথম ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখেই দ্বিতীয় ম্যাচেও মসৃন জয় চাইছেন বাস্তব।

অন্যদিকে লিগের প্রথম ম্যাচে ড্র করার পর মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে খুব একটা চিন্তিত নন টালিগঞ্জ অগ্রগামী কোচ অরিন্দম দেব। মোহনবাগানকে সমীহ করেও তিনি বলেন, “প্রতিপক্ষ বড় দল হলেও আমরা আমাদের আক্রমণাত্বক ফুটবল থেকে পিছিয়ে আসছি না। যেরকম ছোট ছোট পাসে বিপক্ষের বক্সে পৌঁছে যাওয়ার পরিকল্পনা ছিল প্রথম ম্যাচে দ্বিতীয় ম্যাচেও একই পরিকল্পনা থাকবে। গোল খেলে গোল দিতে হবে। বড় দল বলে ডিফেন্সে দশ জনকে নামিয়ে দেব না। তবে এটা ঠিক ওদের একাধিক তরুণ প্রতিভাধর ফুটবলার রয়েছে। তবে আমাদের ছেলেরা নিজেদের সেরাটা উজাড় করে দেবে। মাঠে লড়াই হবে।” মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামার আগের দিন টালিগঞ্জ অগ্রগামীর কোচের কাছে একটাই খারাপ খবর, তাঁদের রক্ষণের নির্ভরযোগ্য ফুটবলার প্রমোদ পাণ্ডে চোটের জন্য অনিশ্চিত এই ম্যাচে।

মোহনবাগান বনাম টালিগঞ্জ অগ্রগামী
বারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ‌্যায় স্টেডিয়াম
দুপুর ৩.৩০

এদিকে বুধবার সিএফসির বিরুদ্ধে নামবে মহামেডান। গত দুই মরশুমের চ্য়াম্পিয়নরা হ্যাটট্রিকের স্বপ্ন নিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করতে চলেছে।

[আরও পড়ুন: ১৬-এ ষোল! নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এবারও সিঙ্গুর দখল তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement