Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

আজ ডুরান্ডে মোহনবাগানের সামনে পাঞ্জাব, ডার্বির আগে ঝুঁকি নিতে নারাজ ফেরান্দো

বড় ম্যাচের আগে এই ম্যাচে বেশ কিছু সিনিয়রকে প্রথম একাদশে আনতে পারেন ফেরান্দো।

Mohun Bagan to face Punjab FC in Durand Cup 2023 | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 7, 2023 1:56 pm
  • Updated:August 7, 2023 1:56 pm  

স্টাফ রিপোর্টার: গতবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে উঠে এসেছে পাঞ্জাব এফসি। গতবারের দুই লিগের দুই চ্যাম্পিয়নরা সোমবার মুখোমুখি হচ্ছে ডুরান্ড কাপের (Durand Cup 2023) গ্রুপ লিগের ম্যাচে। ডুরান্ডের প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে দারুণভাবে বড় ব্যবধানে জয় তুলে আনার পর এই ম্যাচেও সেই ধারাবাহিকতা দেখাতে বদ্ধপরিকর সবুজ-মেরুন ব্রিগেড। একই সঙ্গে এই ম্যাচে মোহনবাগান কোচের সিটে থাকছেন জুয়ান ফেরান্দো।

ডুরান্ডের প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে বাস্তব রায় কোচের দায়িত্বে ছিলেন। চলতি মরশুমে প্রথমবার মোহনবাগান কোচের সিটে বসতে চলেছেন ফেরান্দো। কলকাতা লিগ ও ডুরান্ড কাপ পাশাপাশি চলায় এই দুই টুর্নামেন্টের সূচি অনুযায়ী পাঁচদিনে তিনটে ম্যাচ খেলতে হচ্ছে সবুজ-মেরুন ফুটবলারদের। এই বিষয়টিই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ফেরান্দোর কাছে। আপাতত ডুরান্ডের এই ম্যাচের পরের ম্যাচটিই ডার্বি। কলকাতা লিগ এবং ডুরান্ডে যুব দলকে খেলানোর সিদ্ধান্ত নিলেও বড় ম্যাচের আগে এই ম্যাচে বেশ কিছু সিনিয়র ফুটবলারকে প্রথম একাদশে আনতে পারেন ফেরান্দো। বিদেশি ফুটবলারদেরও ব্যবহার করতে পারেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: সাংসদ পদ ফেরত পেলেন রাহুল গান্ধী, ইন্ডিয়া জোটের নেতাদের মিষ্টি বিলি করলেন অধীর]

যদিও প্রথম ম্যাচে সহজ জয় এলেও দ্বিতীয় ম্যাচে আইএসএলে নবাগত দল পাঞ্জাব এফসির বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন মোহনবাগানের (Mohun Bagan) এই স্প্যানিশ কোচ। রবিবার দলের ক্লোজডোর অনুশীলনের পর তিনি বলেন, “পাঞ্জাব আইএসএলের ক্লাব। গতবার আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এবার আইএসএলে খেলবে। ওদের আক্রমণভাগ যথেষ্টই শক্তিশালী। গতবার ওদের কয়েকটা ম্যাচ দেখেছি। তবে এবার দলটি একেবারে অচেনা। নিশ্চয় আরও শক্তিশালী দল হয়েছে। ফলে ওদের বিরুদ্ধে নামার আগে আমরা আরও শক্তি বাড়িয়ে মাঠে নামব।” এই সতর্কতা অবলম্বনের পাশাপাশি তিনি মনে করিয়ে দেন দশদিন পর এএফসি কাপের ম্যাচ সেই প্রসঙ্গও, “দশদিন পর আমাদের এএফসি কাপের খেলা রয়েছে যুবভারতীতে যা আমাদের আইএসএলের মতোই গুরুত্বপূর্ণ।”

সামনেই ডার্বি। তাই তবে পাঞ্জাব এফসি ম্যাচে খুব বেশি ঝুঁকি নেবেন না বলে জানান ফেরান্দো। যুব দলের বেশ কিছু ফুটবলার তাঁর নজরে আছে বলে জানান তিনি। “আমাদের দলের যুব ফুটবলাররা খুব ভাল খেলছে। সাতটা ম্যাচ খেলেছে এবং এখনও অপরাজিত। বাস্তব দলটাকে ভালভাবে তৈরি করেছে। এর জন্য কৃতিত্ব দিতেই হবে। যুব দলের প্রায় সব ম্যাচই আমি দেখেছি। এই দলের বেশ কিছু ফুটবলার আমার নজর কেড়েছে। ওদের সঙ্গে বেশকিছু সিনিয়র ফুটবলার রেখেই দল নামাব। তবে সামনে ডার্বি রয়েছে, তার চারদিন পর এএফসি কাপের ম্যাচ। কোনও ঝুঁকি নিতে চাই না।”

আজ ডুরান্ড কাপে:
মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি
সন্ধে ৬ টা, কিশোর ভারতী স্টেডিয়াম
সম্প্রচার সোনি স্পোর্টস টেন টু

[আরও পড়ুন: আয়ারল্যান্ড সফরে যাবেন না দ্রাবিড় বা লক্ষ্মণ, ভারতের কোচিংয়ের দায়িত্বে কে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement