Advertisement
Advertisement
Mohun Bagan

ডার্বির ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া সবুজ-মেরুন, আজ সামনে পিয়ারলেস

পিয়ারলেস এই মুহূর্তে চার ম্যাচে ছয় পয়েন্ট পেয়ে লিগ টেবিলে মোহনবাগানের উপরে রয়েছে।

Mohun Bagan to face peerless in Calcutta Football League

ছবি: সংগৃহীত

Published by: Anwesha Adhikary
  • Posted:July 18, 2024 11:27 am
  • Updated:July 18, 2024 11:27 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডার্বি হার অতীত। সেই হারকে ভুলেই ঘরোয়া লিগে ফের মাঠে নামছে মোহনবাগান। বৃহস্পতিবার সামনে পিয়ারলেস। লিগ টেবিলের অবস্থা যা, তাতে পিয়ারলেস এই মুহূর্তে চার ম্যাচে ছয় পয়েন্ট পেয়ে লিগ টেবিলে মোহনবাগানের উপরে রয়েছে। মোহনবাগান তিন ম্যাচ খেলে সংগ্রহ করেছে দুই পয়েন্ট। ডার্বি ম্যাচে চোট পাওয়া দীপেন্দু বিশ্বাসকে এই ম্যাচে খেলাবেন না মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো।

[আরও পড়ুন: জাতীয় দলের কোচের দৌড়ে হাবাস, আর্থিক সমস্যায় ভাবা হচ্ছে দেশি কোচের নামও, এগিয়ে সঞ্জয় সেন

কলকাতা লিগে এখনও পর্যন্ত নামের প্রতি সুবিচার করতে পারেননি ফারদিন আলিরা। রক্ষণের ভুলে প্রতি ম্যাচেই গোল খেতে হয়েছে। সুহেল ভাট আক্রমণভাগে সক্রিয় থাকলেও সেই গোল ধরে রাখতে পারছে না রক্ষণভাগের ফুটবলাররা। ডার্বিতেও হাফ টাইমে দীপেন্দু বিশ্বাস উঠে যাওয়ার পর রক্ষণের দুর্বলতা চোখে পড়েছে। দীপেন্দুর উঠে যাওয়ার পরই দু গোল খেয়েছে ডেগি কার্ডোজোর ছেলেরা। পিয়ারলেসের বিরুদ্ধে রক্ষণের সেই দুর্বলতা কাটাতে মরিয়া অভিষেক সূর্যবংশীরা। এই ম্যাচে ফের যদি ফলাফল ভালো না হয় তাহলে চাপ বাড়বে কার্ডোজোর উপর। এমনিতেই ডার্বি হারের পর মোহনবাগান সমর্থকের একাংশ কার্ডোজোর কোচিং নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। সেদিক থেকে এই ম্যাচে সার্বিকভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া গোটা সবুজ-মেরুন শিবিরই।

Advertisement

অন্যদিকে সিনিয়র দল মোহনবাগান (Mohun Bagan) দিবসের দিনই নামছে বলে ঘোষণা করে দিয়েছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। জানা গিয়েছে, জেসন কামিংসরা অনুশীলন শুরু করবেন নিজেদের মাঠেই। শুধু সিনিয়র দল নয়, সবকিছু ঠিক থাকলে পিয়ারলেস ম্যাচের পর থেকেই সুহেল ভাটরাও অনুশীলন করবেন মোহনবাগান মাঠেই। পাশাপাশি আর্মান্দো সাদিকুর জন্য ঝাঁপিয়েছে এফসি গোয়া। গতবারের সাদিকুর পারফরম্যান্সে সন্তুষ্ট নয় বাগান ম্যানেজমেন্ট। তবে অন্যদলে যেতে হলে সাদিকুকে রিলিজ নিতে হবে মোহনবাগান থেকে। একই সঙ্গে বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে বসতে চলেছে মোহনবাগানের কার্যকরী সমিতির বৈঠক। ঠিক হবে কে পাবেন মোহনবাগান রত্ন।

[আরও পড়ুন: বন্দুক উঁচিয়ে কৃষকদের হুমকির অভিযোগ, আটক ট্রেনি IAS পূজার মা মনোরমা

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement