Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

বসুন্ধরার মাঠ নিয়ে ক্ষোভ, এএফসির কাছে অভিযোগ জানাতে চলেছে মোহনবাগান

আপাতত ফেরান্দো অনুশীলনে ছুটি দিয়েছেন ১৯ নভেম্বর পর্যন্ত।

Mohun Bagan to complain at AFC on Basundhara Kings field | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 9, 2023 11:55 am
  • Updated:November 9, 2023 12:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসুন্ধরা কিংসের (Basundhara Kings) মাঠ নিয়ে এএফসির (AFC) কাছে অভিযোগ জানানোর ভাবনা মোহনবাগানের (Mohun Bagan)। বসুন্ধরা কিংসের কাছে হারের পর মঙ্গলবার রাতেই মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো ক্ষোভ প্রকাশ করেছিলেন বসুন্ধরা কিংসের মাঠ নিয়ে। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছিলেন, “এই মাঠে খেলা সত্যি খুব কঠিন। সবাই জানেন মাঠের কন্ডিশন ভালো খেলার জন্য উপযুক্ত নয়। তবে এখান থেকেই শিক্ষা নিয়ে উন্নতি করাটা খুব জরুরি।”

[আরও পড়ুন: ভরসা উপরওয়ালা! সেমিফাইনালে যেতে ‘ঈশ্বরের সাহায্য’ চাইছেন পাক টিমের ডিরেক্টর]

এখানেই থামেননি তিনি, আরও যোগ করেন, “এই মাঠের অবস্থা অতীব জঘন্য। অতিরিক্ত সময়ে তা আরও বোঝা গিয়েছে। এটা অজুহাত দিচ্ছি না। জানি এটা একটা প্রতিযোগিতা। তাই আমরা এখানে এসেছি এবং খেলেছি।” এই হারের পর এএফসি কাপের গ্রুপ ডি-র লিগ টেবিলে শীর্ষ স্থান থেকে নেমে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান।

Advertisement

কোচের ক্ষোভ প্রকাশের পর কর্তারাও এই মাঠ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। বুধবার ঢাকা থেকে কলকাতায় ফিরে এলেন মোহনবাগান ফুটবলাররা। আপাতত ফেরান্দো অনুশীলনে ছুটি দিয়েছেন ১৯ নভেম্বর পর্যন্ত। দল ফিরে এলেও মোহনবাগানে খেলা জাতীয় দলের ফুটবলাররা ঢাকা থেকেই উড়ে গেলেন জাতীয় দলের উদ্দেশে। আর বিদেশিরা ছুটিতে চলে গেলেন।

[আরও পড়ুন: অপসারণের নেপথ্যে ষড়যন্ত্র! বিস্ফোরক সাজি প্রভাকরণ, ফেডারেশনে ফের নির্বাচন চান বাইচুং]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement