Advertisement
Advertisement

আজ ওড়িশার সামনে মোহনবাগান, টিমে ফিরছেন ব্রেন্ডন

ক্রমাগত ব্যর্থতার জেরে লিস্টনের পরিবর্তে কিয়ান নাসিরিকে শুরু থেকে খেলানোর দাবি উঠছে।

Mohun Bagan takes on Odisha in ISL । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 15, 2022 4:13 pm
  • Updated:December 15, 2022 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট সমস্যা সামলেও জয়ের হ্যাটট্রিক, কোনও গোল না খেয়ে। সেরা বিদেশি ডিফেন্ডারকে বাইরে রেখেও ক্লিন শিটের সঙ্গে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে দল।

একের পর এক চোট সমস্যা সামলেও জয়ের সরণিতেই রয়েছে মোহনবাগান (Mohun Bagan)। ওড়িশা এফসির মতো প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে সেটাই স্বস্তির জায়গা মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) জন্য। জনি কাউকো এই মরশুমে আর পাওয়া যাবে না। চোট সারাতে অস্ত্রোপচার হয়েছে ফ্লোরেন্তিন পোগবার। মনবীর সিংয়েরও চোট সারতে সময় লাগবে। এই অবস্থাতেও ঘরের মাঠে হায়দরাবাদ এফসি আর অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসিকে হারিয়েছে মোহনবাগান। তারপর ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে জয়, যেই ম্যাচে কার্ড সমস্যায় ছিলেন না ব্রেন্ডন হামিল।

Advertisement

[আরও পড়ুন: লড়াই করেও থামল অ্যাটলাস সিংহের গর্জন, মরক্কোকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স]

সেসব মিটিয়ে বৃহস্পতিবার ফিরছেন অজি ডিফেন্ডার। ওড়িশার মতো দলের বিরুদ্ধে হামিলকে পাওয়া প্রসঙ্গে ফেরান্দো বললেন, “ব্রেন্ডনকে পাওয়া যাবে, এটা অবশ্যই দলের জন্য ইতিবাচক খবর। কারণ ও পরপর ম্যাচ খেলছে। ডিফেন্সের অন্যান্যদের সঙ্গে ওর বোঝাপড়া তৈরি হয়েছে। ব্রেন্ডন নিজেকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে প্রতিষ্টা করেছে।” ব্রেন্ডনকে খেলানো নিয়ে ধোঁয়াশা রাখার চেষ্টাও করলেন ফেরান্দো, “স্কোয়াডের সবাই আমার কাছে সমান। ম্যাচের দিন সকালে কে কী অবস্থায় আছে তা দেখে আমি দল ঠিক করি।”

ফেরান্দো ধোঁয়াশা রাখার চেষ্টা করলেও, ব্রেন্ডনকে খেলানো ছাড়া কোনও উপায় নেই তাঁর সামনে। কারণ বেঙ্গালুরু, জামশেদপুরের মচো লিগ টেবিলের নীচের দিকে থাকা দলকে হারাতেও ঘাম ছুটেছে মোহনবাগানের। এই অবস্থায় ব্রেন্ডনকে বসানোর অর্থ কার্ল ম্যাকহিউকে ডিফেন্সে খেলানো। সেক্ষেত্রে মাঝমাঠে শক্তি কমবে, ভালই জানেন বাগানের স্প্যানিশ কোচ। ওড়িশার বিরুদ্ধে ব্রেন্ডন দলে ফিরলে কার্ল আবার মাঝমাঠে খেলবেন হুগো বুমোস আর দীপক টাংরির সঙ্গে। বাদ পড়বেন লেনি রডরিগেজ। আক্রমণে আশিক কুরুনিয়ান, লিস্টন কোলাসো আর দিমিত্রি পেত্রাতোস।

ক্রমাগত ব্যর্থতার জেরে লিস্টনের পরিবর্তে কিয়ান নাসিরিকে শুরু থেকে খেলানোর দাবি উঠলেও গোয়ানিজ উইঙ্গারের উপরেই ভরসা রাখছেন ফেরান্দো। তবে ওড়িশা যেভাবে শেষ মিনিট পর্যন্ত আক্রমণে আসে, তা নিয়ে চাপ থাকবে ফেরান্দোর।

[আরও পড়ুন: ‘চাঁদের পাহাড়’-এর আলভারেজ পারেননি, মেসির সঙ্গী নিজেই ‘হিরের টুকরো’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement