Advertisement
Advertisement
Mohun Bagan

যুবভারতীতে মোহনবাগানের সামনে হায়দরাবাদ, লাস্ট বয়ের বিরুদ্ধে নামার আগে সতর্ক হাবাস

আইএসএলের পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে আসার হাতছানি মোহনবাগানের সামনে।

Mohun Bagan take on Hyderabad in ISL । Sangbad Pratidin

মোহনবাগান কোচ হাবাস। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:February 9, 2024 7:51 pm
  • Updated:February 9, 2024 8:07 pm  

শিলাজিৎ সরকার: আইএসএলে (ISL) চার ম্যাচে জয় নেই। বড় ম্যাচ ঢলে পড়েছে ড্রয়ের কোলে। সুপার কাপ থেকেও খালি হাতে ফিরতে হয়েছে। এরকম অবস্থায় শনিসন্ধেয় মোহনবাগানের (Mohun Bagan) সামনে হায়দরাবাদ। ঘরের মাঠে খেলা সবুজ-মেরুনের। প্রিয় দলের খেলা দেখতে মাঠ ভরাবেন সমর্থকরা।
শনিসন্ধেয় পুরোদস্তুর তিন পয়েন্ট ঘরে তোলার সুযোগ মোহনবাগানের সামনে। কারণ আন্তোনিও লোপেজ হাবাসের দলের সামনে যে হায়দরাবাদ, তাদের আর্থিক অবস্থা ভালো নয়। ছন্নছাড়া দল। বিদেশি খেলোয়াড়দের ছেড়ে দেওয়া হয়েছে। সুপার কাপেও অবশ্য এই হায়দরাবাদের সঙ্গে খেলেছে মোহনবাগান। শেষ হাসি হেসেছিল সবুজ-মেরুন। এবার বদলেছে কেবল টুর্নামেন্টের নাম। হায়দরাবাদ বদলায়নি। মোহনবাগানে অবশ্য বদল এসেছে। 

[আরও পড়ুন: প্রকাশ্যে এল ধোনির চেন্নাইয়ের নতুন আদলের জার্সি, দেখুন ভাইরাল ভিডিও]

শনিবার হায়দরাবাদকে মাটি ধরিয়ে জয়ের রাস্তায় ফেরা সহজ হবে মোহনবাগানের জন্য। আন্তোনিও লোপেজ হাবাস অবশ্য হায়দরাবাদকে হালকা ভাবে নিচ্ছেন না। তিনি বলছেন, ”ক্রীড়াসূচি অনেক আগেই তৈরি হয়ে গিয়েছে। সূচি নিয়ে আমার বলার তিছু নেই। হায়দরাবাদ অনেক সমস্যায় রয়েছে। তবে যে দলটা খেলছে তারা চেষ্টা করছে। ওদের হালকা ভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই।” 

Advertisement

আইএসএলের পয়েন্ট তালিকায় হায়দরাবাদ সবার শেষে। মোহনবাগান সেখানে পাঁচ নম্বরে। ধারে ও ভারে সবুজ-মেরুন অনেক এগিয়ে। কিন্তু দলে চোটআঘাতের সমস্যা রয়েছে। মোহনবাগানের অভিজ্ঞ স্প্যানিশ কোচ বলছেন, ”মোহনবাগান প্রতিটি ম্যাচই জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামে। হায়দরাবাদের বিরুদ্ধেও আমাদের সেই এখই লক্ষ্য।”
আইএসএলের প্রথম ডার্বির পরে রেফারিং নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে রওনা হওয়ার আগে কুয়াদ্রাত আরও একবার রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সবুজ-মেরুন কোচ তুলনায় শান্ত। এদিন তাঁর দিকেও উড়ে আসে রেফারিং নিয়ে প্রশ্ন। হাবাস অবশ্য উপহাসের ছলেই এড়িয়ে গিয়েছেন রেফারিং নিয়ে প্রশ্ন।
বড় ম্যাচ শেষ। পরবর্তী ম্যাচগুলো নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন মোহনবাগান কোচ। এগিয়ে যাওয়াই লক্ষ্য স্প্যানিশ কোচের। হায়দরাবাদ ম্যাচের দিকে পুরোদস্তুর ফোকাস হাবাসের।  শনিবার হায়দরবাদকে হারালে মোহনবাগান পাঁচ থেকে উঠে আসবে চার নম্বরে। 

[আরও পড়ুন: সঞ্জু ব্যর্থ হলেও শচীনের অপরাজিত শতরানে ব্যাপক চাপে বাংলা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement