Advertisement
Advertisement
Mohun Bagan

ম্যাচ হবে না, কেন জানানো হয়নি? আইএফএ-কে চিঠি দিয়ে প্রশ্ন মোহনবাগানের

এই বিষয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত কী উত্তর দিয়েছেন?

Mohun Bagan send E-mail to IFA over Calcutta League match issue | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:January 13, 2024 10:39 am
  • Updated:January 13, 2024 10:39 am  

স্টাফ রিপোর্টার: কলকাতা লিগ ইস্যুতে ফের আইএফএ-কে চিঠি দিল মোহনবাগান। আইএফএ সচিবকে উল্লেখ করে মোহনবাগানের পক্ষ থেকে চিঠিতে জানতে চাওয়া হয়, সুপার সিক্সের খিদিরপুর ও ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে ম্যাচ দুটি যে খেলা হবে না, তা আগে থেকে কেন মোহনবাগানকে (Mohun Bagan) জানানো হয়নি আইএফএ-র তরফে?

রাজ্য ফুটবল সংস্থার সংবিধানের ১৩ (১) ধারা উল্লেখ করার পাশাপাশি সংবিধানের ‘সফট কপি’ জুড়ে দেওয়া হয়েছে সেই ই-মেলের সঙ্গে। জানতে চাওয়া হয়েছে, কেন সংবিধানের ধারা প্রয়োগ করা হয়নি এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে? মোহনবাগানের পক্ষ থেকে এই দুই ক্লাবের দল না পাঠানোর ক্ষেত্রে শাস্তি পাওয়া উচিত বলে দাবি করা হয়েছে। এই বিষয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “আমরা সংবিধান অনুযায়ী কাজ করেছি। মোহনবাগানের যে দুটো ম্যাচের কথা ওঁরা বলছেন যে জানানো হয়নি, সেই দুটো ম্যাচের সূচিই তৈরি হয়নি। তাই আলাদা করে জানানোর প্রয়োজন বোধ করিনি। যদি সূচি তৈরি হত তাহলে নিশ্চয়ই জানানো হত।”

Advertisement

[আরও পড়ুন: তরুণীদের পিছু ধাওয়ার অভিযোগ তুলে গঙ্গাসাগরমুখী সাধুদের মারধর! পুরুলিয়ায় চাঞ্চল্য]

একই সঙ্গে ফের আইএফএ-র কাছে আর্থিক বকেয়া চেয়ে আবেদন করেন সবুজ-মেরুন কর্তারা। আগের চিঠিতেই এই আবেদন করার পর আইএফএ সচিব জানিয়েছিলেন, বিষয়টি ফিনান্স কমিটিতে পাঠানো হবে। এবার সেই ফিনান্স কমিটির উত্তর জানতে চাইছে মোহনবাগান। তারা চিঠিতে লিখেছে, ‘আমাদের বকেয়া টাকার বিষয়টি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। যা কয়েক বছর ধরে পড়ে রয়েছে। আপনি জানিয়েছিলেন বিষয়টি ফিনান্স কমিটিতে পাঠাবেন। আপনাকে আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি যে, এটা আমাদের আইনত প্রাপ্য অর্থ। দীর্ঘদিন বকেয়া থাকা আইএফএ-র সম্মানের জন্য ভালো নয়। আপনাদের ফিনান্স কমিটির সিদ্ধান্ত জানতে পারলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারি।’ এই প্রসঙ্গে আইএফএ সচিব বলেন, “ফিনান্স কমিটির বৈঠক যখন হবে তখন বিষয়টি আমি সেখানে তুলব।”

[আরও পড়ুন: ‘এক পয়সা নিয়ে থাকলে ইস্তফা দেব’, ইডির ম্যারাথন তল্লাশির পর চ্যালেঞ্জ সুজিতের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement