Advertisement
Advertisement
Mohun Bagan

লাগাতার বৃষ্টি, মাঠের অবস্থা খারাপ, ঘরোয়া লিগে পিছিয়ে গেল মোহনবাগানের ম্যাচ

কবে হবে সেই ম্যাচ?

Mohun Bagan's match in CFL 2024 is postponed

পিছিয়ে গেল মোহনবাগানের ম্যাচ।

Published by: Krishanu Mazumder
  • Posted:August 2, 2024 12:27 pm
  • Updated:August 2, 2024 1:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে (CFL 2024) মোহনবাগানের (Mohun Bagan) ম্যাচ স্থগিত। বুধবার থেকেই বৃষ্টি চলছে বাংলাজুড়ে। শুক্রবারও দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে সবুজ-মেরুনের লিগের ম্যাচ স্থাগিত হয়ে গেল। 
ক্রীড়াসূচি অনুযায়ী, ব্যারাকপুর স্টেডিয়ামে মোহনবাগান-কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু মাঠের অবস্থা ভালো নয়। ফলে এদিন বল গড়াবে না। তবে এই ম্যাচ কবে হবে, সেই বিষয়ে আইএফএ-র তরফ থেকে কিছু জানানো হয়নি। পরবর্তী কালে জানানো হবে ম্যাচের দিনক্ষণ। 

[আরও পড়ুন: আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে, ‘বিশ্বজয় ভুলে সামনে তাকাতে হবে’, বলছেন রোহিত]

কলকাতা লিগে মোহনবাগানের শুরুটা ভালো হয়নি। এই মুহূর্তে গ্রুপ বি-তে মোহনবাগান পঞ্চম স্থানে। গ্রুপে শীর্ষস্থানে রয়েছে ভবানীপুর। লিগে আগের ম্যাচে টালিগঞ্জকে পাঁচ গোলে হারিয়েছে মোহনবাগান। সুহেল ভাট হ্যাটট্রিক করেন। এখনও পর্যন্ত লিগে ৬টি ম্যাচ খেলেছে সবুজ-মেরুন শিবির। ৬টি ম্যাচের মধ্যে ২টিতে জয় পেয়েছে মোহনবাগান। তিনটি ম্যাচ ড্র করেছেন সুহেল ভাটরা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে হার মেনেছে সবুজ-মেরুন। লিগে এখনও পর্যন্ত ওই একটি ম্যাচেই হার মেনেছে মোহনবাগান। ড্র করে পয়েন্ট নষ্ট করেছে তারা। সব মিলিয়ে লিগের দৌড়ে পিছিয়ে পড়েছে সবুজ-মেরুন ব্রিগেড। লিগের সঙ্গে চলছে ডুরান্ড কাপও। ডুরান্ডের প্রথম ম্যাচে জয় পেয়েছে সবুজ-মেরুন। ডুরান্ডের জন্য তৈরি হচ্ছে  মোহনবাগান। 

Advertisement

[আরও পড়ুন: ‘এভাবে হেনস্তা ঠিক নয়’, বিতর্কিত ‘পুরুষ’ বক্সারকে মহিলা বলেই দাবি অলিম্পিক কমিটির!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement