Advertisement
Advertisement

Breaking News

গীতানাথ গঙ্গোপাধ্যায়

প্রয়াত মোহনবাগান সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়, ময়দানে শোকের ছায়া

এক বছরেরও বেশি সময় মোহনবাগানের সভপতি পদে ছিলেন গীতানাথ।

Mohun Bagan President Geetanath Ganguly passes away
Published by: Subhajit Mandal
  • Posted:December 17, 2019 3:34 pm
  • Updated:December 17, 2019 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা ময়দানকে চিরতরে বিদায় জানালেন মোহনবাগান সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ময়দানের অতি পরিচিত মুখ। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। আদ্যপান্ত মোহনবাগানি, জন্মাবধি ক্লাব অন্ত প্রাণ। একই সঙ্গে স্বনামধন্য আইনজীবী। গীতানাথ গঙ্গোপাধ্যায়ের প্রয়াণে ময়দানজুড়ে শোকের ছায়া।


দীর্ঘদিন ধরেই মোহনবাগানের সঙ্গে যুক্ত ছিলেন গীতানাথবাবু। ক্লাবের বর্তমান সচিব টুটু বোসের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। মোহনবাগানের আইনি কার্যকলাপে পরামর্শও দিতেন গীতানাথ। শেষ বয়সে এসে ক্লাব তাঁকে সম্মানিত করে। ২০১৮ সালে নির্বাচনে জিতে আসার পর গীতানাথবাবুকে সাম্মানিক সভাপতি পদ দেওয়ার সিদ্ধান্ত নেন টুটু বোস। তারপর থেকেই আমৃত্যু সভাপতি পদ অলঙ্কৃত করেছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ডুরান্ডের প্রতিশোধ, গোকুলামকে হারিয়ে ডার্বির আগে ছন্দে মোহনবাগান]


কিছুদিন আগে একটি দুর্ঘটনার সম্মুখীন হতে হয় গীতানাথবাবুকে। সিটি কোর্টের সামনে তাঁর গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে আরেকটি গাড়ি। গুরুতর আহত হন গীতানাথবাবু। তারপর থেকেই অসুস্থ ছিলেন তিনি। বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। এদিন অসুস্থতা বাড়লে, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়। গীতানাথবাবুর এই আকস্মিক প্রয়াণে মর্মাহত ক্লাব কর্তারা। কলকাতা ময়দানেও নেমে এসেছে শোকের ছায়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement