Advertisement
Advertisement

জামশেদপুরের বিরুদ্ধে ড্রয়ের পর হায়দরাবাদের কাছে হার, পয়েন্ট খুইয়েই চলেছে মোহনবাগান

পারফরম্যান্স গ্রাফ ক্রমশ নামছে সবুজ-মেরুনের।

Mohun Bagan lost against Hyderabad in ISL । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 14, 2023 9:29 pm
  • Updated:February 14, 2023 9:46 pm  

হায়দরাবাদমোহনবাগান
(ওগবেচে)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:
হায়দরাবাদের (Hyderabad) বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে লিগ টেবিলে চতুর্থ স্থানে ছিল মোহনবাগান (Mohun Bagan)। হায়দরাবাদকে হারাতে পারলে তিন নম্বরে উঠে আসত ফেরান্দোর দল। কিন্তু দিনের শেষে হায়দরাবাদই শেষ হাসি হাসল। ৮৫ মিনিটে ওগবেচের গোলে হারতে হল মোহনবাগানকে। 

এই ম্যাচে নামার আগে দু’ দলই পয়েন্ট নষ্ট করেছিল। জামশেদপুর ও মোহনবাগানের খেলা ড্র হয়েছিল। অন্য দিকে ওড়িশার কাছে হার মানে হায়দরাবাদ। ফলে দুটো দলের কাছেই এই ম্যাচের গুরুত্ব ছিল অপরিসীম। এরকম পরিস্থিতিতে হায়দরাবাদ ম্যাচ জিতে দু’ নম্বরেই থেকে গেল। মুম্বই সিটি একনম্বরে। অনেকটাই এগিয়ে তারা হায়দরাবাদের থেকে। 

Advertisement

[আরও পড়ুন: বাংলার ক্রিকেটে কি ফের ৯০-এর ‘অরুণ উদয়’? মনোজদের ঘিরে নস্ট্যালজিক প্রাক্তন তারকা]

প্রথম সাক্ষাতে ঘরের মাঠে হায়দরাবাদকে হারিয়েছিল মোহনবাগান। সেই দিক থেকে দেখলে ফিরতি সাক্ষাতে সবুজ-মেরুন শিবিরকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল নিজামের শহরের ক্লাব।ম্যাচটা মোহনবাগান হেরে গেলেও গোলের সুযোগ যে তারা তৈরি করেনি তা নয়। দিমিত্রির উপরই ভরসা করেছিলেন ফেরান্দো। সেই দিমিত্রির শট বাঁচান হায়দরাবাদের গোলকিপার। আরও দু-একবার গোলের সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি সবুজ-মেরুন।  এদিনের হারের পরে চার নম্বরেই থেকে গেল মোহনবাগান। 

[আরও পড়ুন: চুপিসারে বিয়ে সেরে ফেললেন পৃথ্বী? প্রেমদিবসে পোস্ট করলেন ‘স্ত্রী’কে চুমুর ছবিও! তুঙ্গে চর্চা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement