Advertisement
Advertisement
Mohun Bagan

বিদেশি ব্রিগেডে পরিবর্তন! ইউরো কাপকেই পাখির চোখ করছে মোহনবাগান

আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র মূলপর্বেও নামবে লিগ-শিল্ড জয়ী মোহনবাগান।

Mohun Bagan is targeting overseas players from Euro Cup 2024
Published by: Arpan Das
  • Posted:May 30, 2024 5:59 pm
  • Updated:May 30, 2024 5:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মাসেই শুরু হতে চলেছে ইউরো কাপ (Euro Cup 2024)। আর দল বাছাইয়ের জন্য সেদিকেই তাকিয়ে আছে মোহনবাগান (Mohun Bagan)। গত মরশুমের আইএসএল লিগ-শিল্ড জয়ী দলের জনি কাউকো আর আর্মান্দো সাদিকুও ইউরোর অভিজ্ঞতা নিয়েই এসেছিলেন। তার ফলও পেয়েছে সবুজ-মেরুন। ফলে ইউরোপের টুর্নামেন্টকেই দল বাছাইয়ের বাজারে পাখির চোখ করতে পারে তারা।

আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র মূলপর্বে নামবে মোহনবাগান। তার জন্য জোরকদমে চলছে দলগঠনের প্রক্রিয়া। অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন নিয়ে এখনও কিছু ঘোষণা করেনি ম্যানেজমেন্ট। কিন্তু তাঁর আগমন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন ভক্তরা। বাকি বিদেশির ক্ষেত্রে আসন্ন ইউরো কাপে নজর রাখছে থিঙ্কট্যাঙ্ক।

Advertisement

[আরও পড়ুন: ‘বড় ঝুঁকি নিয়ে ফেলেছ’, বিশ্বকাপের আগে রোহিত-দ্রাবিড়কে সতর্ক করলেন প্রাক্তন অজি তারকা]

একটি ক্রীড়াবিষয়ক ওয়েবসাইটের খবর অনুযায়ী, মোহনবাগান ম্যানেজমেন্ট ইতিমধ্যেই ৪০-৪৫ জন সেরা বিদেশি প্লেয়ার বেছে রেখেছে। তাঁদের মধ্যে এমন ফুটবলারও আছেন, যাঁদের ইউরো কাপে খেলতে দেখা যাবে। যদিও কোনও নাম সামনে আনা হয়নি। তবে বিদেশি নির্বাচনে একেবারে নতুন মুখ খুঁজছে। যাঁরা এর আগে ভারতে খেলেননি। তবে এই তালিকায় শুধু ইউরো খেলা ফুটবলার ছাড়াও বিশ্বকাপের অভিজ্ঞরাও আছেন বলেই খবর।

[আরও পড়ুন: বিশ্বকাপ অভিযানে আমেরিকায় টিম ইন্ডিয়া, বিরাটের যোগ দেওয়া নিয়ে এখনও ধোঁয়াশা]

এর আগে ফিনল্যান্ডের জনি কাউকোকে দেখা গিয়েছে সবুজ-মেরুন জার্সিতে। মোহনবাগানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। গত ইউরোয় তিনটে ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন কাউকো। অন্যদিকে আলবেনিয়ার আর্মান্দো সাদিকু ২০১৬-র ইউরোতে গোলও করেছিলেন। যদিও মোহনবাগানে এই মরশুম তাঁর ভালো-মন্দয় কেটেছে। তাঁর বিদায় এখন সময়ের অপেক্ষা বলেই ধারণা। কাউকো, হ্যামিল, হেক্টরদের নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। ফলে বাকি বিদেশি বাছাইয়ে ইউরোর দিকে তাকিয়ে থাকবে বাগান টিম ম্যানেজমেন্ট।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement