সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু (AFC Champions League 2) -এ কঠিন গ্রুপে মোহনবাগান। গ্রুপ এ-তে সবুজ-মেরুনের সঙ্গে রয়েছে আল ওয়াকরাহ এসসি, ট্যাক্টর এফসি এবং এফসি রাভশান।
আল ওয়াকরাহ কাতারের ক্লাব। ইরানের ক্লাব ট্র্যাক্টর এফসি এবং এফসি রাভশান তাজিকিস্তানের ক্লাব। ফলে মোহনবাগান কিন্তু বেশ কঠিন গ্রুপেই পড়েছে। জানা গিয়েছে সম্ভাব্য সূচিও। ট্র্যাক্টর এফসি-র বিরুদ্ধে হোম ম্যাচ হতে পারে ১৭ বা ১৮ সেপ্টেম্বরের মধ্যে কোনও একটি নির্দিষ্ট দিন। অ্যাওয়ে ম্যাচের সম্ভাব্য দিনক্ষণ ২৬ বা ২৭ নভেম্বর। ১ বা ২ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে রাভশানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হতে পারে মোহনবাগান। ৩ বা ৪ ডিসেম্বর হোম ম্যাচে মুখোমুখি হতে পারে মোহনবাগান ও রাভাশান। আল ওয়াকরাহের সঙ্গে অ্যাওয়ে ম্যাচের সম্ভাব্য তারিখ ২২ বা ২৩ অক্টোবর। ৫ বা ৬ নভেম্বর হোম ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ হতে পারে আল ওয়াকরাহ। কাতারের ক্লাব আল ওয়াকরাহতে বিদেশি ফুটবলারের সংখ্যাধিক্য রয়েছে।
আইএসএলে লিগ শিল্ড জেতায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর মূলপর্বে জায়গা করে নেয় মোহনবাগান। এই টুর্নামেন্টে ভালো করাই পাখির চোখ সবুজ-মেরুনের। সেই কারণেই এবার শক্তিশালী দল গড়েছে মোহনবাগান। কর্তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন দলে।
আক্রমণভাগে জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসদের পাশে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। গত মরশুমে জনি কাউকো, ব্র্যান্ডন হ্যামিল আর হেক্তর ইউস্তে তিন জনই গতবছর মোহনবাগানের সাফল্যের কাণ্ডারী ছিলেন। নতুন মরশুমে এই তিনজনকেই ছেড়ে দেওয়া হয়েছে। নতুন বিদেশি হিসেবে আনা হয়েছে টম আলড্রেড, আলবার্তো রডরিগেজ, গ্রেড স্টুয়ার্টকে। নতুন কোচ হিসেবে এসেছেন হোসে মোলিনা।
সব অর্থেই এবারের মোহনবাগান কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ গ্রুপ পর্বকে সামনে রেখেই এগোবে। এ কথা বলাই বাহুল্য। তবে সবুজ-মেরুনের প্রতিপক্ষ কঠিন। মোলিনা কীভাবে তাঁর দল পরিচালনা করেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.