মোলিনা। ছবি: আইএসএল।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের ম্যাচে জয়ের পরও দলের পারফরম্যান্সে অখুশি ছিলেন। এবার হারের পরও দলের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করলেন মোহনবাগান কোচ জোসে মোলিনা। তিনি বলছেন, কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে দল ভালো খেলেছে। শুধু ভাগ্য ভালো না থাকায় ফলাফল মোহনবাগানের পক্ষে যায়নি।
ম্যাচের পর মোহনবাগান কোচ বললেন, “দুই দলের কাছেই ম্যাচটা কঠিন ছিল। আমরা আক্রমণ তৈরির চেষ্টাও যেমন করেছি, তেমনই ভাল ডিফেন্সও করেছি।” মোলিনার বক্তব্য, “প্রথম গোলটা আমাদের হজম করতে হয়েছে দুর্ভাগ্যবশত। আর যে কোনও ম্যাচেই প্রথম গোল খুবই গুরুত্বপূর্ণ।” তবে মোহনবাগান যেভাবে ম্যাচে ফেরার চেষ্টা করেছে তাতে খুশি সবুজ-মেরুন কোচ। তিনি বলছেন, “আমরা ড্র করতে পারতাম। কিন্তু পারিনি। ওদের দ্বিতীয় গোলটা ভালো হয়েছে। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি। কিন্তু ভাগ্য আজ আমাদের সঙ্গে ছিল না”
হারের পরও দলের পারফরম্যান্সে ইতিবাচক দিকগুলিই দেখছেন মোহনবাগান কোচ। তিনি বলছেন, “ম্যাচটা মোটেই সহজ ছিল না। কারণ, গোয়া যথেষ্ট ভালো দল। আমরা খারাপ খেলিনি। ওদের বিরুদ্ধে আমরা অনেকগুলো গোলের সুযোগ তৈরি করতে পেরেছি। আক্রমণের পরিস্থিতিতে আক্রমণ করেছি। যদিও দুটো গোল খেয়েছি, যা আমাদের পছন্দ নয়। তবে গোয়ার মতো আক্রমণাত্মক দলের বিরুদ্ধে আমাদের ডিফেন্স ভালই হয়েছে।”
আইএসএল লম্বা লিগ। টানা ম্যাচ জিতে যাওয়া সেখানে সত্যিই কঠিন। সেটাই বলছিলেন মোলিনা। তাঁর কথায়, “আমরা ফর্মেশন বদলে রিজার্ভ বেঞ্চ থেকে ফরওয়ার্ডদের নামিয়েছিলাম। যাতে অন্তত একটা পয়েন্ট পেতে পারি। কিন্তু ভালো ফিনিশ করতে পারেনি ছেলেরা। ফুটবলে এমন হতেই পারে। গোল করার অনেক চেষ্টা করেও অনেক সময় সফল হওয়া যায় না। আমরা গোলের সুযোগ তৈরি করেছি। একটা ভাল দলের বিরুদ্ধে নেমেছিলাম আমরা। যেখানে ভাগ্যের সহায়তা তেমন পাইনি।” গোয়া ম্যাচের সব ভুলভ্রান্তি পাঞ্জাবের বিরুদ্ধে শুধরে নিতে চান মোহনবাগান কোচ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.