লিগ শিল্ড জয়ের লক্ষ্যে মোহনবাগান।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের (ISL) লিগ শিল্ড জয় থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে মোহনবাগান (Mohun Bagan)। সোমবার যুবভারতীতে মুম্বই সিটির (Mumbai City) বিরুদ্ধে নামছে সবুজ মেরুন ব্রিগেড। মাঠে যেমন জেতার জন্য মরিয়া লড়াই লড়বেন পেত্রাতোসরা, তেমনই দ্বাদশ ব্যক্তির সমর্থনও ব্যাপক ভাবে লাগবে তাঁদের। তার আগে যুবভারতী ভরিয়ে দেওয়ার জন্য মুম্বই ম্যাচের টিকিটের দাম কমল।
এই মুহূর্তে ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে মুম্বই। খুব পিছিয়ে নেই হাবাসের দলও। সমসংখ্যক ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ শিল্ডের লড়াইয়ে তাঁদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে মোহনবাগান। লিগ শিল্ড জিতলে হলে এই ম্যাচে পুরো তিন পয়েন্টই লাগবে শুভাশিসদের। ১৫ তারিখ যুবভারতীতে ফয়সালা হবে লিগ শিল্ডের। তার আগে বাগান সমর্থকরা নববর্ষের উপহার পেলেন। মুম্বইকে চাপে রাখতে ঘরের মাঠে জনগর্জনের সুবিধা নিতে চাইছে মোহনবাগান। সেই কারণে কয়েকটি ক্ষেত্রে টিকিটের দাম কম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিকিটের দাম শুরু হবে ৫০ টাকা থেকে। সর্বোচ্চ মূল্য থাকছে ২৫০০ টাকা। এর মাঝে ১০০, ১৫০, ৩০০, ৩০০, ২০০০ টাকার টিকিটও থাকছে। মোহনবাগান ম্যানেজমেন্ট আশাবাদী, এই ম্যাচে সমর্থকরা গোটা স্টেডিয়াম ভরিয়ে দেবেন। যুবভারতীর ৬০ হাজার টিকিটের মধ্যে অনেকটাই বিক্রি হয়ে গিয়েছে বলে খবর।
আগের ম্যাচে ৪-০ গোলে বেঙ্গালুরুকে উড়িয়ে দিয়েছে মোহনবাগান। অনিরুদ্ধ-সাদিকুদের ফর্ম নিশ্চিত ভাবেই আশ্বস্ত করবে সমর্থকদের। যদিও লিগ শিল্ডের লড়াইয়ে নিজেদের কিছুটা পিছিয়েই রেখেছেন মোহনবাগানের সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ। তাঁর মতে, “শেষ ম্যাচে আমরা প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি চাপে থাকব। কারণ, আমাদের জেতা ছাড়া সামনে আর কোনও রাস্তা নেই। সোমবার আমাদের জিততেই হবে।” সেই লক্ষ্যেই মাঠে নামবে মোহনবাগান। মুম্বইকে হারিয়ে প্রথমবার লিগ শিল্ড জেতার হাতছানি তাঁদের সামনে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.