ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবাসরীয় সন্ধেয় জোড়া উপহার। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরই মোহনবাগানের নামের সামনে থেকে সরল হাজার বিতর্কের ‘ATK’। দলের নতুন পরিচয় এখন মোহনবাগান সুপার জায়ান্টস। জানিয়ে দিলেন সঞ্জীব গোয়েঙ্কা।
২০২০ সালে মোহনবাগানের ইনভেস্টার হিসেবে যুক্ত হয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার এটিকে। তখনই ফুটবল দলের নাম হয় এটিকে মোহনবাগান। কিন্তু মোহনবাগানের সামনে প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়ন দল ‘ATK’ নামটি জুড়ে যাওয়ার বিষয়টি একেবারেই মেনে নিতে পারেননি সমর্থকদের একাংশ। নানারকম ভাবে বিক্ষোভ প্রদর্শন করে ক্লাবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সবুজ-মেরুন ভক্তদের অনেকেই। এমনকী ম্যাচ বয়কটের দাবিও তোলা হয়েছিল। তা সত্ত্বেও ATK সরিয়ে ফেলার দাবি পূরণ হয়নি। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। গোয়েঙ্কা আইপিএল দল লখনউয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Super Giants) নামটি রাখা হল।
গত মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উদ্বোধন হয় মোহনবাগান স্পোর্টস লাইব্রেরির। সেদিনই ক্লাবের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল শীঘ্রই ATK নামটি সরানো নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা ঘোষণা হতে পারে। সঠিক সময়ের অপেক্ষা করা হচ্ছে। এর চেয়ে সঠিক সময় আর কী-ই হতে পারত।
একদিকে যখন সন্তোষ ট্রফি, রনজিতে তীরে এসে তরী ডুবেছে বাংলার, তখন মোহনবাগানের হাত ধরেই বাংলার খেলারদুনিয়ার ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখছিলেন ক্রীড়াপ্রেমীরা। বেঙ্গালুরুকে হারিয়ে সেই স্বপ্নপূরণ তো হলই, উপরি পাওনা হিসেবে সরল ‘ATK’। কোন ভাল লাগাকে এক নম্বরে রাখবেন? ভেবে যেন কূল পাচ্ছেন না। জোড়া উপহার পেয়ে আনন্দে আত্মহারা সবুজ-মেরুন ভক্তদের আজ রাতভর সেলিব্রেশনের পালা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.