Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

‘আনফিট’ স্টুয়ার্টকে নিয়েই গোয়ায় মোহনবাগান, দলের সঙ্গেই রিহ্যাব করবেন গ্রেগ

এদিকে চোট পেলেও মহেশকে পরের ম্যাচে পাওয়া নিয়ে আশাবাদী ইস্টবেঙ্গল।

Mohun Bagan flies to Goa with Greg Stewart
Published by: Subhajit Mandal
  • Posted:December 19, 2024 12:40 pm
  • Updated:December 19, 2024 12:40 pm  

স্টাফ রিপোর্টার: পুরনো চোটের জায়গায় ব্যথা টের পাচ্ছেন তিনি। এতটুকু ব্যথা থাকলেও শুক্রবার তাঁকে খেলিয়ে ঝুঁকি নিতে চান না মোহনবাগান কোচ জোসে মোলিনা। তবুও গ্রেগ স্টুয়ার্টকে নিয়েই গোয়া উড়ে গেল মোহনবাগান। শুক্রবার এফসি গোয়ার বিরুদ্ধে নামবেন ম্যাকলারেনরা।

Advertisement

ইদানিং অ্যাওয়ে ম্যাচ থাকলে ম্যাচের একদিন আগে শহর ছাড়ে মোহনবাগান। এবার দু’দিন আগে অ্যাওয়ে ম্যাচ খেলতে গেল। মঙ্গলবারও দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি গ্রেগ। ঠিক হয়েছে গোয়ায় অনুশীলন না করতে পারলেও দলের সঙ্গেই রিহ্যাব করবেন স্টুয়ার্ট। স্টুয়ার্ট চোটের জন্য গত কয়েকটি ম্যাচে খেলেননি। শেষবার চেন্নাইয়িনের বিরুদ্ধে মিনিট দশেকের ক্যামিও খেলেন তিনি। তাতেই অবশ্য চমকে দিয়েছিলেন। মিলেছিল ম্যাচের সেরার পুরস্কার। আসলে স্টুয়ার্ট ইদানিং মোহনবাগান মাঝমাঠের ইঞ্জিন হয়ে দাঁড়িয়েছেন। তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, মঙ্গলবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে গিয়ে মাথায় আঘাত পান নাওরেম মহেশ সিং, ড্রেসিংরুমে এসে বমিও করেন। মহেশকে দ্রুত পরীক্ষা করা হয়। ম্যাচ শেষে তাঁকে হুইল চেয়ারে করে মাঠ ছাড়তেও দেখা গিয়েছে। যেহেতু মাথায় লেগেছে তাই ঝুঁকি নিতে চায় না ইস্টবেঙ্গল। মহেশের কোনও সমস্যা না হলেও বৃহস্পতিবার ডাক্তারি রিপোর্টের উপরই নির্ভর করতে হচ্ছে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোকে। আশা করা যাচ্ছে পরের ম্যাচে পাওয়া যাবে তাঁকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement