প্রসূন বিশ্বাস: ডুরান্ড কাপে দুরন্ত পারফরম্যান্সে করেছিলেন বিশাল কাইথ। গোলপোস্টের নিচে বিশ্বস্ত প্রহরী হয়ে উঠেছিলেন মোহনবাগানের গোলকিপার। সামনেই আইএসএলের লম্বা মরশুম। তার আগেই বিশালের সঙ্গে চুক্তি বাড়াল মোহনবাগান। দেশের অন্যতম সেরা গোলকিপারের সঙ্গে ২০২৯ পর্যন্ত নতুন চুক্তি করল সবুজ-মেরুন শিবির। আর তার পরই বিশাল জানিয়ে দিলেন, “আজীবন মোহনবাগানেই খেলতে চাই।”
২০২২ সালে চেন্নাইয়িন থেকে মোহনবাগানে এসেছিলেন বিশাল। তার পর সবুজ-মেরুন জার্সিতে ক্রমশ ‘প্রাচীর’ হয়ে উঠেছেন তিনি। মোহনবাগানের ধারাবাহিক সাফল্যের হয়ে উঠেছেন অন্যতম কারিগর। ২০২৩-র ডুরান্ড কাপে জিতেছিলেন গোল্ডেন গ্লাভস। তার আগে ২০২২-২৩ মরশুমে আইএসএলের সেরা গোলকিপারের শিরোপা উঠেছিল তাঁর হাতে। আর এবারের ডুরান্ড কাপে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন বিশাল। পর পর দুম্যাচে টাইব্রেকারে নায়ক হয়েছিলেন। এবার তাঁর সঙ্গে দীর্ঘ চুক্তি করল মোহনবাগান।
নতুন চুক্তির পর বিশাল জানিয়ে দিলেন, আজীবন মোহনবাগানের হয়েই খেলতে চান। সেই সঙ্গে বলেন, “সবুজ-মেরুন সমর্থকদের ভালোবাসা এবং আবেগ আমার কাছে এতটাই দামী যে, বহু ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও এই ক্লাব ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবিনা। সেজন্যই এরকম লম্বা চুক্তি করলাম।” শুধু আইএসএল নয়, এবার এসিএল টু-তেও খেলতে হবে মোহনবাগানকে। সেখানে ভরসার অন্যতম নাম বিশাল।
তিনি নিজেও এই বিষয়ে বলছেন, “এবারও আইএসএল এবং সুপার কাপ জেতার মতো দল হয়েছে আমাদের। গতবারের চেয়ে অনেক এবার শক্তিশালী আমরা। এসিএল-টুতে খেলতে হবে এশিয়ার সেরা ক্লাবের সঙ্গে। সেখানে গোল অক্ষত রাখাও বড় চ্যালেঞ্জ।” নতুন মরশুমে একাধিক সাফল্য অর্জন করাই লক্ষ্য বিশালের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.