দুরন্ত মোহনবাগান।
মোহনবাগান-৫ ইস্টার্ন রেল-০
(ফারদিন, সালাউদ্দিন হ্যাটট্রিক, রাজ বাসফোর)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগানের তীব্র আক্রমণে লাইনচ্যুত রেল। কলকাতা লিগে সোমবার সবুজ-মেরুন ব্রিগেড ৫-০ গোলে মাটি ধরাল ইস্টার্ন রেলকে। হ্যাটট্রিক করেন সালাউদ্দিন। টালিগঞ্জ অগ্রগামীকে আগের ম্যাচে পাঁচ গোলে বিধ্বস্ত করেছিল মোহনবাগান। সুহেল ভাট হ্যাটট্রিক করেছিলেন। এদিন সালাউদ্দিন হ্যাটট্রিক করলেন। তাঁর দাপটে মোহনবাগান ইস্টার্ন রেলকে মাটি ধরাল।
একসময়ে ইস্টার্ন রেল থেকে বহু ফুটবলার অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছেন দেশের হয়ে। তিন প্রধানের বাইরে ছোট দল হিসেবে একমাত্র ইস্টার্ন রেলই লিগ জিতেছিল। কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন। বদলে গিয়েছে পরিস্থিতি। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ পিছিয়েছে ইস্টার্ন রেল। এদিন মোহনবাগানের কাছে বিধ্বস্ত হল রেল। প্রথমার্ধে এক গোলে এগিয়েছিল সবুজ-মেরুন শিবির। কিন্তু খেলা যত গড়াল মোহনবাগানও ততই রং ছড়াল। গোলের পর গোল করল। আর প্রতিটি গোলের সময়ে ইস্টার্ন রেলের ডিফেন্স ভেঙে পড়ে তাসের ঘরের মতো।
মোহনবাগানকে প্রথমে এগিয়ে দেন ফারদিন। ডান দিক থেকে দুর্দান্ত গড়ানে ক্রস করেছিলেন টাইসন। গোলটি করার আগে একাধিকবার ইস্টার্ন রেলের ডিফেন্ডারদের পায়ে লাগে বল। শেষ মেশ গোলটি করেন ফারদিন।
দ্বিতীয়ার্ধে মোহনবাগান আরও শক্তিশালী হয়ে মাঠে নামে। দ্বিতীয় গোলটি করেন সালাউদ্দিন। ডান দিক থেকে দুর্দান্ত পাস বাড়ানো হয় তাঁকে। ইস্টার্ন রেলের গোলকিপার জায়গা ছোট করে বেরিয়ে এসেছিলেন গোল থেকে। কিন্তু সালাউদ্দিন গোল করতে ভুল করেননি। মোহনবাগানের একের পর এক আক্রমণে ইস্টার্ন রেলের রক্ষণভাগে হাঙরের হাঁ তৈরি হয়। পেনাল্টি থেকে মোহনবাগানের হয়ে তৃতীয় গোলটি করেন রাজ বাসফোর। মোহনবাগানের চতুর্থ গোলটি সালাউদ্দিনের। পঞ্চম গোলটিও তাঁর।
এবারের লিগে মোহনবাগানের শুরুটা ভালো হয়নি। ড্রয়ের ফলে পয়েন্ট নষ্ট হওয়ায় মোহনবাগান লিগ তালিকায় ক্রমশ পিছিয়ে যায়। এদিন ইস্টার্ন রেলের বিরুদ্ধে বড় ব্যবধানে ম্যাচ জিতল মোহনবাগান। সেই সঙ্গে গোলসংখ্যাও বাড়িয়ে নিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.