Advertisement
Advertisement

Breaking News

Juan Ferrando

আইএসএল জিততে পারে কারা? তিন ফেভারিটের নাম জানালেন ফেরান্দো

আশিকের চোট নিয়ে চিন্তিত ফেরান্দো।

Mohun Bagan coach Juan Ferrando picks his favourite teams in ISL । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 13, 2023 6:18 pm
  • Updated:September 20, 2023 4:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিংস কাপ খেলতে গিয়ে চোট পান কে আশিক। প্রাথমিক শুশ্রুষা করে তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছে। মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando) তাঁর দলের তারকা ফুটবলারের চোট সম্পর্কে বিশেষ কিছু জানেন না। আইএসএলের মিডিয়া ডে-তে মোহনবাগান (Mohun Bagan) কোচ বলেন, ”আশিকের চোট নিয়ে আমি অত্যন্ত হতাশ। ওর চোট কতটা গুরুতর, তা এখনও জানি না।  পুরোদস্তুর সুস্থ হয়ে উঠতে কতদিন সময় লাগবে, তাও জানা নেই। ওর পরিস্থিতি খতিয়ে দেখার পরেই সিদ্ধান্ত নেব।” 

আইএসএলের প্রতিটি দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। মোহনবাগান ছাড়া মেগা টুর্নামেন্ট জেতার ব্যাপারে এগিয়ে আর কোন কোন দল? ফেরান্দো বলছেন, ”মোহনবাগানের মতো বড় দল ট্রফি জেতার লক্ষ্যেই নামে। ওড়িশা দল হিসেবে বেশ ভালো। মুম্বইয়ের স্কোয়াডও শক্তিশালী। গোয়াও সমীহ করার মতো দল।” মোহনবাগান কোচ আরও বলেন, ”আইএসএলে অংশগ্রহণকারী সব দলগুলোই প্রথম স্থান দখল করতে পারে।”   

Advertisement

[আরও পড়ুন: ‘অনেক পথ বাকি’, তিন বছরের হতাশা কাটিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার কুয়াদ্রাতের]

 

গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান। মরশুমের শুরুতেই জিতেছে ডুরান্ড কাপ। ফলে প্রত্যাশার চাপ রয়েছে। ফেরান্দো বলছেন, ”প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। চাপ সামলানোর উপরে নির্ভর করছে অনেক কিছু। সবুজ-মেরুনের টিডি হিসেবে এসেছেন অভিজ্ঞ হাবাস। তাঁর সম্পর্কে ফেরান্দো বলছেন, ” লিগ সম্পর্কে অগাধ জ্ঞান হাবাসের। এখানকার ফুটবল সংস্কৃতি সম্পর্কে ধারণা পরিষ্কার। খেলোয়াড়, স্কোয়াড এবং ফুটবলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন হাবাস। বিভিন্ন বিষয় নিয়ে ওঁর সঙ্গে আলোচনা হয়। দলের উন্নতির জন্য আমরা প্রত্যেকে একযোগে কাজ করছি।” 

[আরও পড়ুন: Asia Cup 2023: ওয়েলালাগের স্পিনে বেসামাল ভারত, টিম ইন্ডিয়ার সমালোচনায় গম্ভীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement