মোহনবাগান কোচ জোসে মোলিনা। ফাইল চিত্র।
স্টাফ রিপোর্টার : নুনো রেইসের নাম ঘোষণায় রীতিমতো উচ্ছ্বাসে ভাসছেন মোহনবাগান সমর্থকরা। যেভাবে মহামেডানের মুখের গ্রাস কেড়ে নিয়েছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট তাতে খুশির বইছে হাওয়া সমর্থকদের মধ্যে। এর মধ্যেই সোমবার থেকে এসিএল টু-র প্রস্তুতিতে নেমে পড়লেন জেসন কামিন্সরা। বুধবার যুবভারতীতে এসিএল টু এর প্রথম ম্যাচে প্রতিপক্ষ তাজিকিস্তানের রাভশান ক্লাব। আপাতত আইএসএল থেকে কয়েকদিনের জন্য ফোকাস সরিয়ে এনে মোলিনার মাথায় এখন এসিএল টু।
রবিবার বিশাল কাইথদের বিশ্রাম দিয়েছিলেন মোহনবাগান কোচ। সোমবার অনুশীলনে নামার আগে ফুটবলারদের সঙ্গে প্রায় চল্লিশ মিনিটের বৈঠক করলেন তিনি। এই বৈঠকে বুধবারের প্রতিপক্ষ নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি আলোচনা হল রক্ষণের ভুল ত্রুটি নিয়েও। রাভশানের বিরুদ্ধে নামার আগে রক্ষণের এই ভুল ত্রুটিই মোহনবাগান কোচের চিন্তার অন্যতম বিষয়। মুম্বই সিটি ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন আলবার্তো রদ্রিগেজ। মন্দের ভালো এদিন তিনি অনুশীলনে যোগ দিয়েছেন। দলের সঙ্গে বেশ কিছুক্ষণ অনুশীলনও করেছেন। তবে জেমি ম্যাকলারেন এদিনও দলের সঙ্গে পুরো অনুশীলন করেননি। কিছুক্ষণ জেসন কামিন্সদের সঙ্গে অনুশীলন করার পর দলের ফিজিওর কাছে রিহ্যাব করেন। এসিএল টু এর প্রথম ম্যাচেও সম্ভবত তাঁকে ছাড়াই নামতে হবে মোহনবাগানকে।
এদিন অনুশীলনেও রক্ষণের উপর জোর দিলেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। মুম্বই ম্যাচেও দু’গোল করে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে দু’গোল হজম করে জেতা ম্যাচ ড্র করে মাঠ ছেড়েছেন আশিস রাইরা। এসিএল টু আরও কঠিন মঞ্চ। সেখানে এমন ভুল করলে ম্যাচে ফেরা আরও কঠিন হয়ে যাবে। গতবার এএফসিতে আশানুরূপ ফল হয়নি। এবার মরশুমের প্রথম থেকেই এসিএল টু নিয়ে পরিকল্পনা করে যাচ্ছে তারা। সেইমতো দল গঠনেও জোর দেওয়া হয়েছে। জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসদের পাশে আনা হয়েছে জেমি ম্যাকলারেনের মতো তারকাকে। তবে চোটের জন্য এখনও তিনি এদেশে একটাও ম্যাচে নামতে পারেননি। এবার রক্ষণ মজবুত করতে মেলবোর্ন সিটিতে খেলা ম্যাকলারেনের সতীর্থ রুইসকেও সই করিয়ে নিয়েছে তারা। আশা করা যাচ্ছে, নুনো রুইস যোগ দিলে রক্ষণের সমস্যা কিছুটা কমবে মোলিনার। তবে রাভাশনের বিরুদ্ধে আপাতত রুইস নেই। তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।
অন্যদিকে, মঙ্গলবার আনোয়ারের ভবিষ্যৎ নিয়ে ফের পিএসসির বৈঠক রয়েছে। ঠিক তার আগে আনোয়ার ইস্যু নিয়েও মুখ খুললেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি বলছেন, “আনোয়ারের জীবনটা নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। এতবড় ফুটবলারের জীবনটা নিয়ে ছেলেখেলা করা উচিত নয়। ভাবা উচিত ছিল ইস্টবেঙ্গলের।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.