স্টাফ রিপোর্টার: শনিবার রাতে শেষ পর্যন্ত হাসিমুখেই যুবভারতী ছেড়েছেন মোহনবাগান কোচ জোসে মোলিনা। কারণ চেন্নাইয়িন এফসি-র সঙ্গে ড্র করতে করতেও পুরো পয়েন্ট পেয়ে গিয়েছে তাঁর দল। তবে ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত যে পারফরম্যান্স ছিল সবুজ- মেরুনের, তা নিশ্চিতভাবেই কিছুটা চিন্তা বাড়াবে তাঁর।
গ্রেগ স্টুয়ার্ট পুরোপুরি ফিট না হওয়ায় এই ম্যাচে জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোসের উপরেই ভরসা রেখেছিলেন কোচ মোলিনা। কিন্তু তাঁরা দাগ কাটতে পারেননি। বরং তাঁদের পরিবর্তে নামা স্টুয়ার্ট ও জেসন কামিংসই বদলে দিয়েছেন ম্যাচের রং। যদিও ম্যাকলারেন-দিমিত্রির খেলায় খুশি মোলিনা। দুই ফুটবলারের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “ওরা মাঠে পরিশ্রম করছে। হয়তো গোলের দেখা পায়নি, সেটা ওদের দুর্ভাগ্য।”
শুভাশিস বসু ও আলবার্তো রড্রিগেজের কার্ড সমস্যা থাকায় ৮ ডিসেম্বর নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নতুন ভাবে ডিফেন্স সাজাতে হবে কোচ মোলিনাকে। তার আগে রবিবার ও সোমবার দলকে ছুটি দিয়েছেন তিনি। অন্যদিকে, রবিবার ওড়িশা এফসির কাছে ৪-২ গোলে হারে বেঙ্গালুরু এফসি। ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে রইল বেঙ্গালুরু। আর ৯ ম্যাচে বেঙ্গালুরুর সমান পয়েন্ট পেয়ে গোল পার্থক্যে শীর্ষেই রইল মোহনবাগান। বেঙ্গালুরুর হয়ে গোল করেন সুনীল ছেত্রী ও এডগার মেন্ডিজ। ওড়িশার হয়ে জোড়া গোল মরিসিওর। বাকি দুটি গোল করেন জেরি ও মুর্তাদা ফল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.