দুলাল দে: মোহনবাগান ক্লাবে ভোটের দামামা বেজে গেল। শনিবার এক্সিকিউটিভ কমিটির বৈঠকে গঠিত হল নির্বাচনী বোর্ড। এদিনের বৈঠকে এক্সিকিউটিভ কমিটির সদস্যদের পাশাপাশি প্রাক্তন সচিব সৃঞ্জয় বোসকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁর বক্তব্যও শোনা হয়। বৈঠক শেষে ক্লাবের তরফে নির্বাচনী বোর্ড গঠনের সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে চেয়ারম্যান ছাড়া বোর্ডের বাকি সদস্যদের নাম ঘোষণা করা হয়নি। ক্লাব সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, যাঁদের নাম নির্বাচনী বোর্ডের সদস্য হিসাবে নির্ধারণ করা হয়েছে তাঁদের সম্মতি নেওয়ার পরই নাম ঘোষণা করা হবে।
মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস-সহ বেশ কিছু সদস্য নির্ধারিত সময়ে নির্বাচন করানোর দাবি তোলেন। সেদিনই ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হয়, দ্রুত এক্সিকিউটিভ কমিটির বৈঠক ডেকে নির্বাচনী বোর্ড গঠন করা হবে। সেদিনই জানানো হয় নির্বাচন সংক্রান্ত আলোচনায় মতামত জানাতে ডাকা হবে সৃঞ্জয় বোসকেও। সেই মতো এদিন কার্যকরী কমিটির বৈঠকে প্রাক্তন সচিবকে আমন্ত্রণ জানানো হয়।
সূত্রের খবর, কার্যকরী কমিটি প্রথমে বোর্ড গঠনের দিকে যাচ্ছিল না। কিন্তু কুণাল ঘোষ বলেন যে আজকেই নির্বাচনী বোর্ড গঠন হোক। কর্মসমিতি সেই প্রস্তাব মেনে নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে বোর্ড গঠন করেছে। নির্বাচনী প্রক্রিয়া কী নিয়মে হবে তা নিয়ে সচিব আইনি পরামর্শ নেবেন বলেছিলেন। কুণাল ঘোষ অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের নাম প্রস্তাব করেন। যেটা মিটিংয়ে সকলে উপস্থিত মেনে নেবেন। এদিন কার্যকরী কমিটির বৈঠকে ক্লাবের নির্বাচন নিয়ে আইনি কিছু পরামর্শ পেশ করেন সৃঞ্জয়। সেই বক্তব্য শোনা হয়। মোহনবাগানের আরও কিছু সদস্য নির্বাচন নিয়ে আইনি পরামর্শ পাঠিয়েছেন ক্লাবে। ঠিক হয়েছে, আগামী দিনে আরও কোনও সদস্য আইনি পরামর্শ দিতে চাইলে তাঁদের স্বাগত জানানো হবে। ক্লাবের তরফে বিজ্ঞপ্তি জারি করে পরামর্শ চাওয়া হবে। সৃঞ্জয়-সহ অন্য সদস্যদের দেওয়া আইনি পরামর্শ নিয়ে ক্লাবের তরফে যোগাযোগ করা হবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর সঙ্গে। তাঁর পরামর্শ মেনেই কাজ করবে নবগঠিত নির্বাচন বোর্ড।
বৈঠক শেষে প্রাক্তন সচিব সৃঞ্জয় বলছেন, “নিয়ম অনুযায়ী মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির মেয়াদ ৩ বছর। সেটা বাড়ানো যেতে পারে না। ক্লাবের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাইরে বলতে চাই না। আমি যেটা শুনলাম নির্বাচনী কমিটি হয়েছে। সেটার জন্য কার্যকরী কমিটিকে সাধুবাদ।” ক্লাবের সহ-সভাপতি কুণাল ঘোষ এদিন স্পষ্ট করে দিয়েছেন, “ক্লাবের বর্তমান কমিটি অনৈতিকভাবে একটা দিনও অতিরিক্ত ক্ষমতায় থাকতে চায় না।” সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, “এটা আমাদের নির্বাচনের বছর। নির্বাচন হবে। সৃঞ্জয় বোস এদিন বক্তব্য রেখেছেন। আরও অনেকে আইনি পরামর্শ দিয়েছেন। আমরা ঠিক করেছি, ক্লাবের তরফে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর কাছে চূড়ান্ত আইনি পরামর্শ নেওয়া হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.