Advertisement
Advertisement

ঘরোয়া লিগে সাদার্নের বিরুদ্ধে সম্মানের লড়াইয়ে জয় মোহনবাগানের

ম্যাচের সেরা ব্রিটো।

Mohun Bagan beats Suthern Samity to return to winning ways
Published by: Subhajit Mandal
  • Posted:September 24, 2019 5:30 pm
  • Updated:September 24, 2019 5:30 pm  

মোহনবাগান: ৪ (ব্রিটো ২, সুহের ২)

সাদার্ন: ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান। আগের ম্যাচে ক্রোমাদের কাছে হারের ফলে লিগের আশা শেষ হয়ে গিয়েছে। তবে, মঙ্গলবার দুর্বল সাদার্ন সমিতিকে হারাতে খুব একটা অসুবিধা হল না সবুজ মেরুন শিবিরের। ঘরের মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সাদার্নকে ৪-০ গোলে হারিয়ে দিল মোহনবাগান। সবুজ মেরুনের হয়ে জোড়া গোল করলেন সুহের। অপর গোল দুটি করেন ব্রিটো।

[আরও পড়ুন: আরও জমজমাট ঘরোয়া লিগ, পিয়ারলেসকে হারিয়ে শীর্ষস্থানে মহামেডান]

লিগের আশা নেই। খাতায় কলমে এখনও সুযোগ থাকলেও বাস্তবের মাটিতে তা যে অসম্ভব সেকথা বিলক্ষণ জানেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা। আপাতত মোহনবাগানের লড়াই সম্মানের। সবুজ মেরুন লিগ টেবিলে কোথায় শেষ করে সেটাই এখন দেখার। কোচ কিবু ভিকুনা অবশ্য বলছেন, লিগের শেষ দুটি ম্যাচ তাঁর কাছে আই লিগের প্রস্তুতির ম্যাচ। এই দুই ম্যাচে সব ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে আই লিগের সম্ভাব্য সেরা প্রথম একাদশ বেছে নিতে চান তিনি। সেই মতো, এদিন ভিকুনার প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন দেখা গেল। কিন্তু, তাতেও দুর্বল সাদার্নকে হারাতে খুব একটা অসুবিধা হয়নি সবুজ মেরুনের।

[আরও পড়ুন: অপ্রতিরোধ্য ভারত, অনূর্ধ্ব-১৬ এএফসি কাপের মূল পর্বে খেলার হ্যাটট্রিক করল খুদেরা ]

এমনিতে কলকাতা ময়দানের অন্যতম সেরা মাঠ মোহনবাগানের। কিন্তু, এদিন অতিরিক্ত বৃষ্টির জন্য মোহনবাগান মাঠেও বল গড়তে সামান্য সমস্যা হচ্ছিল। এমনকী দ্বিতীয়ার্ধে খেলা শুরুর আগে বেশ কিছুক্ষণ অপেক্ষাও করতে হয়। তবে, বৃষ্টিও বাধা হয়নি বাগানের। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সবুজ মেরুন ফুটবলাররা। ম্যাচের মিনিট সাতেকের মধ্যেই প্রথম গোলটি করেন ভিপি সুহের। দ্বিতীয়ার্ধেও গোল করেন সুহের। ৬৩ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান তিনি। শেষ দিকে আরও দুটি গোল করেন মোহনবাগানের ব্রিটো । তবে, ম্যাচ জিতলেও সালভা চামোরোর পারফরম্যান্স নিয়ে চিন্তায় থাকবেন মোহনবাগান সমর্থকরা। জয়ের ফলে ১০ ম্যাচে মোহনবাগানের সংগ্রহ ১৭ পয়েন্ট। জর্জ এবং ইস্টবেঙ্গলেরও পয়েন্ট সংখ্যা ১৭। তবে, তারা একটি করে ম্যাচ কম খেলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement