মোহনবাগান ৪ (ক্যালডিয়েরা ৩, অভিষেক)
সেল ০
স্টাফ রিপোর্টার : আই লিগের আগে প্রথম প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ ছিল সেল। সেই ম্যাচে ৪-০ গোলের ব্যবধানে জিতে গেল মোহনবাগান। গোলগুলি করেন অভিষেক, ড্যারেন ক্যালডিয়েরা (৩)। খেলার শেষে কোচ শংকরলাল চক্রবর্তী দলের খেলা দেখে সন্তোষ প্রকাশ করেন। “দলের খেলা দেখে আমি অখুশি নই। আসলে আমি দেখতে চেয়েছিলাম ক’টা দিন টানা কঠিন প্র্যাকটিস করার পর দল ঠিক কোথায় দাঁড়িয়ে। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে ঠিক জায়গায় দল রয়েছে। তবে আরও উন্নতি করতে হবে। বিশেষ কোনও বিভাগে নয়, সার্বিকভাবে সমস্ত বিভাগেই উন্নতির প্রয়োজন আছে। আমরা সামনে আরও দু’টো প্র্যাকটিস ম্যাচ খেলব। তখন বোঝা যাবে দল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে।”
মিশরের ওমর আসছেন রবিবার। সোনি নর্ডি কবে আসবেন তা এখনও চূড়ান্ত নয়। সম্ভবত পুজোর পর তিনি আসবেন। ধরে নেওয়া যায় প্রথম ম্যাচে তিনি খেলবেন না। মোহনবাগান কোচও সেটা ধরে নিয়েই এগোতে চাইছেন। সেলের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে ডিকা, ইউটারা খেলেননি। সোনির যোগ দেওয়ার খবরে এমনিতেই খুশির মেজাজ মোহনবাগান শিবিরে। পুজোর আগেই বাগান সমর্থকদের সম্ভবত সবচেয়ে বড় খবরটি শুনিয়েছিলেন সৃঞ্জয় বোস, দেবাশিস দত্তরা। এবার অনুশীলনে জয় আরও উৎসাহ বাড়াবে বাগান সমর্থকদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.