নিজস্ব চিত্র।
মোহনবাগান: ৩ (স্তেফান-আত্মঘাতী, অলড্রেড, কামিংস)
হায়দরাবাদ এফসি: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর পালটায়। কিন্তু মাঠে নেমে মোহনবাগানের দাপট একই থাকে। বৃহস্পতিবারও ঘরের মাঠে খেলতে নেমে হায়দরাবাদকে হারিয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। মাঝে মাঝে খেলার রাশ ধরার চেষ্টা করেছিল হায়দরাবাদ। কিন্তু পালতোলা নৌকার ঝড়ের সামনে সেই প্রতিরোধ অতি সামান্য। নিজামের শহরের দলকে উড়িয়ে দিয়ে নতুন বছর শুরু করলেন শুভাশিস বসুরা।
নতুন বছরের উপহার হিসাবে এদিনের ম্যাচের টিকিট বিনামূল্যে তুলে দেওয়া হয়েছিল ভক্তদের হাতে। প্রিয় দলের দেখতে যুবভারতীতে ভিড় জমিয়েছিলেন সবুজ-মেরুন ভক্তকুল। নানা রঙের টিফোয় যুবভারতী সাজিয়ে তুলেছিলেন তাঁরা। দিমিত্রি পেত্রাতোস, আশিক কুরুনিয়ান, আপুইয়ার মতো হেভিওয়েট তারকারা চোটের জন্য এদিন প্রথম একাদশে জায়গা পাননি। তা সত্ত্বেও নতুন বছরের দ্বিতীয় দিনে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন তাঁরা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও আরও পোক্ত করে ফেলল মোহনবাগান। ‘পারফেক্ট নিউ ইয়ার গিফট’ও পেলেন সবুজ-মেরুন ভক্তরা।
বৃহস্পতিবারের যুবভারতীতে ৯ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান। লিস্টন কোলাসোর পাস থেকে গোল লক্ষ্য করে শট নেন সাহাল আবদুল সামাদ। আপাত নির্বিষ শট আটকাতে ব্যর্থ হায়দরাবাদের গোলকিপার। গড়িয়ে গড়িয়ে গোললাইন পেরিয়ে যায় বল। সবুজ-মেরুন ব্রিগেডের দ্বিতীয় গোলটি আসে বিরতির কিছুক্ষণ আগে। ম্যাচের বয়স তখন ৪১ মিনিট। পড়ে যেতে যেতেও নিচু হয়ে আসা বলে মাথা ছুঁইয়ে দেন টম অলড্রেড। সকলকে বোকা বানিয়ে জালে জড়িয়ে যায় বল।
২-০ এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ কমাননি কোচ মোলিনা। ৫১ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি আসে মোহনবাগানের অজি জুটির ম্যাজিকে। বক্সের কোণা থেকে জেসন কামিংসকে পাস বাড়ান জেমি ম্যাকলারেন। উঁচু শট মেরে গোল করতে ভুল করেননি কামিংস। মিনিট তিনেকের মাথায় অবশ্য একটি সহজ সুযোগ হাতছাড়া করেন রডরিগেজ। ৩-০ পিছিয়ে পড়ার পরে ম্যাচে ফেরার চেষ্টা করলেও সাফল্য মেলেনি হায়দরাবাদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.