কিয়ান নাসিরি। ছবি-সায়ন্তন ঘোষ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিনি ডার্বি ড্র। কলকাতা লিগের মোহনবাগান (Mohun Bagan) ও মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan Sporting) ম্যাচ শেষ পর্যন্ত ২-২ গোলে শেষ হল। ম্যাচ ড্র হলেও মোহনবাগান কিন্তু কলকাতা লিগের সুপার সিক্সে পৌঁছেই গেল। এখনও এক ম্যাচ বাকি সবুজ-মেরুনের। মোহনবাগানের শেষ ম্যাচ ডায়মন্ড হারবারের সঙ্গে।
কয়েকদিন ধরেই মিনি ডার্বি নিয়ে উত্তেজনা চলছিল কলকাতা ময়দানে। সাদা-কালো শিবির হঠাৎই ঘোষণা করে, তারা মিনি ডার্বিতে নামবে না। শর্ত চাপায় সাদা-কালো শিবির। বুধবার বরফ গলে। আইএফএ-র তরফ থেকে সুপার সিক্সে মহামেডানের ম্যাচের প্রস্তাবিত দিনক্ষণ জানানো হয়। বৃহস্পতিবার রক্তের গতি বাড়িয়ে দেওয়া মিনি ডার্বি হয়। খেলার একেবারে শেষ লগ্নে সাদা-কালো শিবির গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে। ম্যাচ হয় ড্র। ফলে পয়েন্ট তালিকায় মোহনবাগান চার নম্বর থেকে উঠে এল তিন নম্বরে।
সবুজ-মেরুন শিবিরের ১১ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট। কালীঘাট এমএস-এরও ২৪ পয়েন্ট। তবে তারা ১২ ম্যাচ খেলে ফেলেছে। মোহনবাগান ১১ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট সংগ্রহ করেছে। গোল পার্থক্যে সবুজ-মেরুন এগিয়ে থাকার ফলে তিন নম্বরে মোহনবাগানই। এখনও এক ম্যাচ বাকি সবুজ-মেরুন শিবিরের। মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার ও মোহনবাগান গেল গ্রুপ এ থেকে সুপার সিক্সে। অন্য দিকে গ্রুপ বি থেকে ইস্টবেঙ্গল, ভবানীপুর ও খিদিরপুর সুপার সিক্সে পৌঁছেছে।
খেলার ২০ মিনিটে রেমসাঙ্গার গোলে এগিয়ে গিয়েছিল সাদা-কালো শিবির। এর পরে মোহনবাগান গোলের সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি। বিরতির সময়ে খেলার ফল ছিল মহামেডান স্পোর্টিং ১ মোহনবাগান ০। বিরতির পরে কিয়ান নাসিরি দুরন্ত গোল করে সমতা ফেরান মোহনবাগানের হয়ে। খেলার বয়স তখন ৫৮ মিনিট। ৮১ মিনিটে টাইসন সিং ২-১ করেন মোহনবাগানের হয়ে। সবাই যখন ধরেই নিয়েছে মিনি ডার্বি জিতছে মোহনবাগান ঠিক তখনই নাটক। ৯৭ মিনিটে ফৈয়াজ সমতা ফেরান সাদা-কালো ব্রিগেডের হয়ে। মিনি ডার্বি ড্রয়ের কোলেই শেষ পর্যন্ত ঢলে পড়ল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.