সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি মোহনবাগান কিংবা ইস্টবেঙ্গল সমর্থক? যদি জানতে পারেন লিওনেল মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির থেকে বিশ্ব র্যাঙ্কিংয়ে এগিয়ে আপনার প্রিয় ক্লাব, বিশ্বাস করবেন? অবিশ্বাস্য মনে হতেই পারেন। কিন্তু এ তত্ত্বে সিলমোহর দিয়েছে খোদ ফুটবল ডেটাবেস। সেখান থেকেই জানা যাচ্ছে, একটু আধটু নয়, ইস্ট-মোহনের থেকে মেসির ক্লাবের র্যাঙ্কিংয়ে কার্যত আকাশ পাতাল পার্থক্য।
মেসি ভক্তদের আশা ছিল প্যারিস সাঁ জাঁ-কে বিদায় জানিয়ে পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরবেন মেসি। কিন্তু বার্সা কর্তৃপক্ষের অনিচ্ছার জেরে শেষমেশ তা আর হয়ে ওঠেনি। উলটে বিপুল অর্থের বিনিময়ে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান এলএম টেন। শুধু চুক্তির অর্থই নয়, ক্লাবের খানিকটা শেয়ারও মেসিকে ছেড়ে দেবে মালিকপক্ষ। সেই সঙ্গে অ্যাডিডাস এবং অ্যাপলের স্পনসরশিপ চুক্তিরও একটা অংশ যাবে লিওর পকেটে ঢুকবে। সব মিলিয়ে কেরিয়ারের সায়াহ্নে এসে ভালভাবেই সংসার গুছিয়ে নিয়েছেন তিনি। কিন্তু যে মেসি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, বার্সেলোনার মতো প্রথম সারির ক্লাবে খেলেছেন তিনি এবার এমন একটা দলের জার্সি গায়ে মাঠে নামবেন, যারা ক্রমতালিকায় মোহনবাগান ও ইস্টবেঙ্গলের অনেকটাই নিচে।
ফুটবল ডেটাবেসের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের যে ক্লাবগুলি ফুটবল খেলে, তাদের মধ্যে ৬৩৫ নম্বরে রয়েছে মোহনবাগান। লাল-হলুদ ক্লাব আছে ৮০০ তম স্থানে। সেখানে মেসির ক্লাব রয়েছে ১,৫৪৫ নম্বরে। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের রয়েছে ১৪৮ নম্বর স্থানে।
তবে শুধু ময়দানের দুই প্রধানই নয়, ইন্টার মায়ামির থেকে এগিয়ে ভারতের ক্লাব মুম্বই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসিও। আর এই পরিসংখ্যানেই যেন স্পষ্ট হয়ে যাচ্ছে, মেসিকে যে পর্যায়ে খেলেছেন, সেই তুলনায় ইন্টার মায়ামিতে তেমন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না তাঁকে। তবে মেসি যেখানেই খেলুন, এই পরিসংখ্যান যে সবুজ-মেরুন এবং লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি ফোটাবে, তা বলাই বাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.