Advertisement
Advertisement

Breaking News

Mohammedan Sporting

সামনে ইউনাইটেড স্পোর্টস, জয় আর ভালো ফুটবলই আজ লক্ষ্য মহামেডানের

মহামেডানের তরুণ স্ট্রাইকার ইসরাফিল দেওয়ান দারুণ ছন্দে রয়েছেন।

Calcutta Football League: Mohammedan Sporting will take on United Sports in CFL 2024

দারুণ ছন্দে রয়েছেন ইসরাফিল।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 20, 2024 9:06 am
  • Updated:July 20, 2024 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া লিগে পরপর আর্মি রেড, সাদার্ন ম্যাচে জয়ের সুবাদে ফের ছন্দে ফিরেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting)। ইতিমধ্যে পাঁচ ম্যাচ খেলে তিনটে জয় একটা ড্র ও একটিতে হার নিয়ে মহামেডানের সংগ্রহ ১০ পয়েন্ট। এমন পরিস্থিতিতে শনিবার তাদের সামনে ইউনাইটেড স্পোর্টস।
মহামেডানের তরুণ স্ট্রাইকার ইসরাফিল দেওয়ান দারুণ ছন্দে রয়েছেন। ঘরোয়া লিগে চার গোল করে ফেলেছেন এই বাঙালি স্ট্রাইকার। ডেভিড চলে যাওয়ার পর তাঁকেই বিকল্প হিসাবে দেখছেন সাদা-কালো সমর্থকরা। তার উপর গত ম্যাচে রবিসনও গোল করেছেন।

[আরও পড়ুন: ‘বর্ণবিদ্বেষী কটাক্ষ করতে নিষেধ করেছিল মেসি’, দি পলের মন্তব্যে নতুন বিতর্ক]

Advertisement

শনিবারও সাদা-কালো সমর্থকরা ইসরাফিলের থেকে গোল উপহার চান। ইউনাইটেড এই মুহূর্তে পাঁচ ম্যাচে তিনটে জয় দুটো হেরেছে। এমন অবস্থায় ইউনাইটেডকে গুরুত্ব দিচ্ছেন মহামেডান ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। বলছেন, “ইউনাইটেড যথেষ্টই গুরুত্বপূর্ণ দল। আমাদের একটাই সুবিধা দলটা ক্রমশ ফিট হয়ে উঠছে। আশা করব ইউনাইটেড ম্যাচে সমর্থকদের সামনে ভালো ফুটবল উপহার দেবে ইসরাফিলরা।”
(আজ কলকাতা লিগে- মহামেডান বনাম ইউনাইটেড স্পোর্টস
দুপুর ৩.০০, মহামেডান, সরাসরি জি ২৪ ঘণ্টায়)

[আরও পড়ুন: এশিয়া কাপে ভারতের পাক বধ, ৭ উইকেটে ম্যাচ জিতলেন হরমনপ্রীতরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement