Advertisement
Advertisement
Mohammedan Sporting

শেষ ম্যাচ কিশোর ভারতীতে আনার চেষ্টা, ইস্টবেঙ্গল থেকে শিক্ষা নিয়ে সতর্ক মহামেডান

আত্মতৃপ্তি যাতে গ্রাস না করে, সেদিকে সতর্ক থাকতে বলা হচ্ছে সাদা-কালো ফুটবলারদের।

Mohammedan Sporting takes lesson from East Bengal in I league

আই লিগ জয়ের গন্ধ পাচ্ছে মহামেডান স্পোর্টিং। ছবি-ফেসবুক থেকে।

Published by: Krishanu Mazumder
  • Posted:March 19, 2024 1:58 pm
  • Updated:March 19, 2024 1:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র চারটে ম্যাচ। তবে এই অল্প পথেও অঘটন ঘটতে পারে। ঠিক যেভাবে অতীতে ইস্টবেঙ্গলকে (East Bengal) একাধিকবার আই লিগ ট্রফির খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছে। সেই কথা মাথায় ঘুরছে মহামেডান ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের (Dipendu Biswas)।
এই মুহূর্তে আই লিগ টেবলের শীর্ষে রয়েছে মহামেডান (Mohammedan Sporting)। এমন অবস্থায় ডেভিডরা যাতে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পথ না হারিয়ে ফেলে, তাই মহামেডান ফুটবল সচিব বারবার তাঁদের সতর্ক করছেন। টেনে আনছেন অতীতের ইস্টবেঙ্গলের উদাহরণ। 

[আরও পড়ুন: আপাতত উইকেটকিপিং না, রাহুলকে পরামর্শ বোর্ডের]

লিগ শীর্ষেই শুধু নয়, মহামেডান এই মুহূর্তে লিগ টেবলের দ্বিতীয় স্থানে থাকা শ্রীনিধি ডেকানের থেকে ৮ পয়েন্ট এগিয়ে। যদিও শ্রীনিধি মহামেডানের থেকে একটি ম্যাচ কম খেলেছে। তবুও মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ শেষ চার ম্যাচের জন্য ফুটবলারদের দ্বিগুণ সতর্ক থাকতে বলেছেন।
পাশাপাশি ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বলছেন, “ফুটবলার যখন ছিলাম তখন একাধিকবার দেখেছি ইস্টবেঙ্গলের মতো দলকে কীভাবে আই লিগের শেষ ল্যাপ থেকে একাধিকবার দূরে সরে যেতে। সেই কথাই বারবার বলছি ডেভিডদের। এখনও চারটে ম্যাচ বাকি। শ্রীনিধি ডেকানও পিছনে রয়েছে। অন্তত দুটো ম্যাচ না গেলে কিছু বলা যাবে না।”
নেরোকা ম্যাচ খেলে সোমবার কলকাতায় পা রাখলেন মহামেডান ফুটবলাররা। সামনেই রিয়াল কাশ্মীর ম্যাচ। একদিন বিশ্রাম নিয়ে বুধবারই কাশ্মীর ম্যাচ খেলতে উড়ে যাবে মহামেডান। যদিও কাশ্মীরে তারা তিন দিন অনুশীলন করবেন। এমনিতে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামার আগের দিন সেই শহরে উড়ে যায় মহামেডান। তবে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কয়েকদিন আগেই কাশ্মীরে যাচ্ছে দল।
এই বিষয়ে দীপেন্দু যোগ করেন, “আগের ম্যাচে নেরোকার বিরুদ্ধে খেলতে নামার আগে ঠাণ্ডায় কিছুটা অসুবিধায় পড়তে হয়েছিল। তাই কাশ্মীরের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কয়েকদিন আগেই সেখানে চলে যাচ্ছি আমরা। যাতে সেখানকার ঠাণ্ডায় ফুটবলারদের সমস্যা না হয়।”
আপাতত ধীরে ধীরে ট্রফি জয়ের দিকেই এগোচ্ছে মহামেডান। এই লেগের শেষ ম্যাচ ঘরের মাঠে খেলবেন ডেভিডরা। এখনও দিল্লি এফসির বিরুদ্ধে সেই ম্যাচের দিন ঘোষণা করেনি ফেডারেশন। মহামেডান কর্তারা চাইছেন, শেষ ম্যাচটা অ্যালেক্সিস গোমেজরা খেলুন সমর্থকদের সামনে। তাই ম্যাচটা তারা নৈহাটি স্টেডিয়াম থেকে সরিয়ে কিশোরভারতী স্টেডিয়ামে আনতে চাইছেন।
এ প্রসঙ্গে মহামেডান সচিব ইস্তিয়াক আহমেদ রাজু বলেন, “আমরা আই লিগ জয়ের কাছাকাছি রয়েছি। এখনও পর্যন্ত নৈহাটি স্টেডিয়ামই আমাদের হোম গ্রাউন্ড হিসাবে দেখানো আছে। চেষ্টা করছি শেষ ম্যাচটা যদি কিশোরভারতীতে করা যায়। তাহলে অনেক সমর্থক মাঠে আসতে পারবে। তবে এখনও জানি না নিয়মের বেড়াজাল কাটিয়ে এটা সম্ভব কি না।”

Advertisement

[আরও পড়ুন: মুম্বইয়ের নেটে নেমেই রোহিতের ব্যাটিং বিস্ফোরণ, দেখুন ভাইরাল ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement