Advertisement
Advertisement

Breaking News

Mohammedan Sporting CFL

ডালহৌসিকে হারিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে মহামেডান, প্রয়াত সমর্থককে জয় উৎসর্গ

প্রয়াত সমর্থকের স্মরণে কালো ব্যাজ পরেন মহামেডান কর্তারা।

Mohammedan Sporting moves to super six of CFL । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 4, 2023 7:29 pm
  • Updated:September 4, 2023 7:29 pm  

প্রসূন বিশ্বাস: কলকাতা লিগে সুপার সিক্সে পৌঁছে গেল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। সোমবার ডালহৌসিকে ০-৩ গোলে বিধ্বস্ত করল সাদা-কালো শিবির।

ডুরান্ড কাপ থেকে সাদা-কালো শিবির ছিটকে যাওয়ার পরে ছুটি হয়ে গিয়েছিল কোচ মেহরাজউদ্দিনের। মহামেডান স্পোর্টিংয়ের নতুন কোচ হয়ে এসেছেন আন্দ্রে চের্নিশভ। সেই চের্নিশভ সোমবারের জয়ের পরে প্রয়াত সমর্থক শেখ সিরাজকে তা উৎসর্গ করেছেন। 

Advertisement

[আরও পড়ুন: নেপালের বিরুদ্ধে পরের পর ক্যাচ মিস বিরাটদের, ‘পাকিস্তানের মতো হাল’, কটাক্ষ নেটিজেনদের]

আর্মি রেড দলের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ৫৬ বছর বয়সি শেখ সিরাজ। পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শেখ সিরাজ রাজকুমার নামেই পরিচিত। প্রয়াত সমর্থকের স্মরণে কালো ব্যাজ পরে এদিন মাঠে এসেছিলেন সাদা-কালো কর্তারা। স্মরণ করা হয় শেখ সিরাজকে।

মাঠে মহামেডান বিধ্বস্ত করল ডালহৌসিকে। জোড়া গোল করেন ডেভিড। মণিপুরের তরুণ ডিফেন্ডার ডেটল মহামেডান স্পোর্টিংয়ের হয়ে প্রথম গোল করেন। বিরতির সময়ে মহামেডান ২-০ গোলে এগিয়েছিল। ৩৫ মিনিটের মধ্যেই ডেভিড জোড়া গোল করে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন। তৃতীয় গোলের জন্য মহামেডান স্পোর্টিংকে ৮৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করে থাকতে হয়। 

[আরও পড়ুন: ডার্বির শেষে সমর্থকদের উপর আক্রমণ! মুখ্যমন্ত্রীকে ‘নালিশ’ জানাতে চলেছে ইস্টবেঙ্গল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement