সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপে ইন্টার কাশির বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্র করেছিল মহামেডান স্পোর্টিং। দ্বিতীয় ম্যাচে সাদা-কালো ব্রিগেড হার মানল বেঙ্গালুরু এফসির কাছে। মঙ্গলবার বেঙ্গালুরু এফসি ৩-২ গোলে হারাল সাদা-কালো ব্রিগেডকে।
বেঙ্গালুরু সাত মিনিটে এগিয়ে যায়। কর্নার থেকে ভাসানো বলে হেড করে জোভানোভিচ গোল করেন। খেলার সাত মিনিটেই এগিয়ে যায় বেঙ্গালুরু।
শুরুতেই গোল হজম করায় সাদা-কালো ব্রিগেড ধাক্কা খায়। তাদের সব পরিকল্পনা নষ্ট হয়। উলটে বেঙ্গালুরু ম্যাচের উপরে জাঁকিয়ে বসে। ২২ মিনিটে বেঙ্গালুরু গোল করে ব্যবধান বাড়ায়। পেরিরা ডিয়াজ দ্বিতীয় গোলটি করেন বেঙ্গালুরুর হয়ে।
কলকাতা লিগে বেরঙিন মহামেডান স্পোর্টিং। ডুরান্ড কাপেও সাদা-কালো শিবির উজ্জ্বল নয়। বিরতির সময়ে বেঙ্গালুরু ২-০ গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে নামেন সুনীল ছেত্রী। ৬০ মিনিটে বিনীথ বেঙ্গালুরুর হয়ে তৃতীয় গোলটি করেন। তাঁর গোলটিও খুব সুন্দর। যখন মনে হচ্ছে বেঙ্গালুরু বড় ব্যবধানে জিততে চলেছে, ঠিক তখনই মহামেডান স্পোর্টিং গোল করে। কলকাতা লিগে গোলের মধ্যে রয়েছেন ইসরাফিল। সেই ইসরাফিলই ব্যবধান কমান মহামেডানের হয়ে। বাঁ দিক থেকে ভাসানো বলে হেডে গোল করেন ইসরাফিল। ৮১ মিনিটে লাল কার্ড দেখেন মহামেডানের গোলকিপার। তার পরিবর্তে আউটফিল্ড প্লেয়ার দীপু হালদার গোলকিপার পজিশনে দাঁড়ান। ৮৪ মিনিটে সুনীল ছেত্রীর ফ্রি কিক বাঁচান দীপু। অ্যাডেড টাইমে মহীতোষ দুর্দান্ত গোল করেন। তাঁর দূরপাল্লার শট থামাতে পারেননি বেঙ্গালুরুর গোলকিপার। দুর্দান্ত গোলের পরেও মহামেডান স্পোর্টিংকে কিন্তু ম্যাচটা হারতে হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.