Advertisement
Advertisement
Mohammedan Sporting

নেরোকার কাছে আটকে গেল শ্রীনিধি, আই লিগ জয় থেকে মাত্র ১ পয়েন্ট দূরে মহামেডান

পরের মরশুমেই কি আইএসএলে দেখা যাবে কলকাতার তিন প্রধানকে?

Mohammedan Sporting is One point away from winning the I-League

আই লিগ জয়ের দোরগোড়ায় মহামেডান। ছবি: এক্স

Published by: Arpan Das
  • Posted:April 4, 2024 8:49 pm
  • Updated:April 4, 2024 8:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আই লিগ (I League) জয়ের দোরগোড়ায় মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। পরের দুম্যাচে মাত্র ১ পয়েন্ট পেলেই আইএসএলের (ISL) রাস্তা খুলে যাবে সাদা-কালো ব্রিগেডের সামনে। বৃহস্পতিবার শ্রীনিধি ডেকানের সঙ্গে নেরোকার ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় আরও সুবিধা হল আন্দ্রে চের্নিশভের (Andrey Chernyshov) দলের।

এই মুহূর্তে ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে মহামেডান। পরের ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষ শিলং লাজং ও দিল্লি এফসি। দুটি ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট দরকার সাদা-কালো ব্রিগেডের। তাহলেই ঐতিহ্যবাহী আই লিগ ট্রফি ঢুকবে ময়দানের ক্লাবে। ট্রফির দৌড়ে এত দিন তাদের সঙ্গে জোর টক্কর দিয়েছে শ্রীনিধি ডেকান। কিন্তু এদিন মেঘালয়ে নেরোকার সঙ্গে ড্র করে অনেকটাই পিছিয়ে পড়ল দক্ষিণ ভারতের দল। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। হেড-টু হেডেও এগিয়ে মহামেডান। দুদলের লড়াইয়ে একবার জিতেছে সাদা-কালো বাহিনী। আর একবার ম্যাচ ড্র হয়।

Advertisement

[আরও পড়ুন: সাত বছরে নিকৃষ্টতম র‌্যাঙ্কিং ভারতীয় ফুটবলের! ফেডারেশন তবু স্টিমাচের পাশেই]

মরশুমের শুরু থেকেই আই লিগ ট্রফিকে পাখির চোখ করেছিল সাদা-কালো ব্রিগেড। পুরো লিগ জুড়েই দাপটের সঙ্গে খেলেছেন আন্দ্রে চের্নিশভের ছেলেরা। ডিফেন্সে যেমন ভরসা দিয়েছেন জোসেফ আদজা, মহম্মদ ইরশাদরা। তেমনই মাঝমাঠে ফুল ফুটিয়েছেন কাশিমোভ, আলেক্সিস গোমেজরা। দুরন্ত পারফরম্যান্সে ডেভিড, এডি হার্নান্দেজরা বার বার বিপক্ষের জালে বল জড়িয়েছেন। শেষের দিকে পর পর দুটি ম্যাচ ড্র করে আচমকাই বিপদের কালো মেঘ জমেছিল মহামেডান তাঁবুতে। কিন্তু শ্রীনিধির ড্রয়ের ফলে ট্রফিজয়ের ফুরফুরে হাওয়া বইতে শুরু করেছে সাদা-কালো শিবিরে।

[আরও পড়ুন: ঋষভের লড়াকু ইনিংসকে কুর্নিশ! ভালোবাসা ছড়িয়ে মন জিতছেন শাহরুখ]

আর মাত্র এক পয়েন্টের অপেক্ষা। আই লিগ জিতলেই পরের মরশুমে চলে আসবে আইএসএল খেলার ছাড়পত্র। বাংলা থেকে তিনটি ক্লাবকে দেখা যাবে ভারতের সব থেকে বড় ফুটবল লিগে। ৬ এপ্রিল শিলংয়ের বিরুদ্ধেই কি ঘরে আসবে সেই বহুপ্রতীক্ষিত সম্মান? শুধু মহামেডান সমর্থকরা নন, আশাবাদী বাংলার ফুটবল প্রেমীরাও।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement