Advertisement
Advertisement

Breaking News

Andrey Chernyshov

‘আই লিগ চ্যাম্পিয়ন দলটাকেই ধরে রাখতে চাই’, আইএসএলের পরিকল্পনায় আশাবাদী চেরনিশভ

মহামেডান সমর্থকদের উচ্ছ্বাস দেখে আবেগতাড়িত আই লিগ জয়ী রাশিয়ান কোচ।

Mohammedan Sporting coach Andrey Chernyshov opens up about winning I League

সমর্থকদের বাধনহারা উচ্ছ্বাসের মাঝে আন্দ্রে চেরনিশভ। ছবি- অমিত মৌলিক

Published by: Arpan Das
  • Posted:April 8, 2024 12:15 pm
  • Updated:April 8, 2024 12:22 pm  

প্রসূন বিশ্বাস: তাঁকে ঘিরে তখনও উৎসব চলছে। চোখে-মুখে ক্লান্তির ছাপ নেই। পুরো ব‌্যাপারটা উপভোগ করছিলেন তিনি। মহামেডানের (Mohammedan Sporting) আই লিগ (I League) জয়ের অন‌্যতম কান্ডারী তিনি। কোচ আন্দ্রে চেরনিশভ (Andrey Chernyshov)। সমর্থকদের এমন বাধনহীন উচ্ছ্বাস দেখে বার বারই আবেগতাড়িত হয়ে পড়ছিলেন। রাতে ক্লাব ছেড়ে বেরোনোর সময়ও তাঁকে নিয়ে স্লোগান চলল। তারই মাঝে সংবাদ প্রতিদিন-কে সাক্ষাৎকার দিয়ে গেলেন মহামেডানের আই লিগ জয়ী কোচ। জানিয়ে দিলেন এই টিমটাকেই তিনি ধরে রাখতে চান।

প্রশ্ন: আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রথমেই অভিনন্দন। বিমানবন্দরে অনেকটাই আবেগ প্রবণ হয়ে গিয়েছিলেন। বুকে হাত দিয়ে সমর্থকদের কী বলতে চাইছিলেন?
চেরনিশভ: ছেলেরা দুর্দান্ত একটা মরশুম উপহার দিল। যখন দেখলাম বিমানবন্দরে সমর্থকরা এভাবে আনন্দে উদযাপন করছে তখন আর নিজেকে ধরে রাখতে পারনি। ওদের জন্যই তো সব। ক্লাব আর সমর্থকরা আমার পরিবারের মতো। খুব খুশি হয়েছি। এই জয়টা খুব দরকার ছিল মহামেডানের জন্য। আরও ভালো লাগছে ক্লাব ম্যানেজমেন্ট আমার উপর আস্থা রেখেছেন।
প্রশ্ন: সমর্থকদের এই ভালোবাসা কি বলবেন?
চেরনিশভ: এই ভালোবাসা কখনওই ভোলার নয়। আমি আপ্লুত। আগামী মরশুমেও এইভাবেই ওদের আনন্দ দিতে চাই। তবে আগামী মরশুম জানি কঠিন হবে।

Advertisement

[আরও পড়ুন: ‘আমিই ম্যাচ জেতাব’, ময়ঙ্কের অনুপস্থিতি ভুলিয়ে নতুন রেকর্ড লখনউয়ের যশ ঠাকুরের]

প্রশ্ন: এই মরশুম প্রায় শেষ। একটা ম্যাচ বাকি। পরের মরশুমের দল গঠন নিয়ে কোনও পরিকল্পনা করেছেন?
চেরনিশভ : আইএসএল অনেক কঠিন হতে চলেছে আই লিগের থেকে। তা অস্বীকার করার উপায় নেই। এটা নিয়ে পরিকল্পনা অবশ্যই করব। তবে এই ম্যাচটা হয়ে গেলে আমি বাড়ি যেতে চাই। বেশ কিছুদিন ছুটি কাটাব পরিবারের সঙ্গে। তারপর ফিরে এসে আইএসএল নিয়ে ভাবব। আপাতত আই লিগের শেষ ম্যাচ নিয়ে ভাবতে চাই।
প্রশ্ন: পরের মরশুমে এই দল থেকে কত জনকে রাখতে চান?
চেরনিশভ : আমি তো সব ফুটবলারকেই ধরে রাখতে চাই। তার নির্দিষ্ট কারণও আছে। আমি চাই যারা চ্যাম্পিয়ন করল দলটাকে তারা থাকুক আইএসএলেও। কিন্তু এটাও জানি বেশ কয়েকজন এখানে সুযোগ পাচ্ছে না বলে অন্যত্র চলে যেতে চাইছে। আমি শেষ ম্যাচ হলে এটা নিয়ে তাদের সঙ্গে কথা বলতে পারি। তবে থাকা না থাকাটা তাদের বিষয়।

[আরও পড়ুন: এক ওভার বল করেই মাঠ ছাড়লেন ময়ঙ্ক! কতটা গুরুতর লখনউ পেসারের চোট?]

প্রশ্ন: ডেভিডের ভবিষ্যৎ কী ? ডেভিড কী থাকছেন?
চেরনিশভ : আমি সত্যি ওর বিষয়ে এখনও জানি না। (হাসি) আচ্ছা ভবিষ্যতে যদি বার্সেলোনা ওকে চায়, তাহলে ওকে আটকাব কীভাবে? এটাই একটা ফুটবলারের জীবন। বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পাবে। কখনও থাকবে। কখনও চলে যাবে। ডেভিড কী করবে, সেটা আমি এখনও জানি না। দেখা যাক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement