Advertisement
Advertisement

Breaking News

Mohammedan Sporting Club

আজ লিগে মহামেডান বনাম ডায়মন্ড হারবার, কার্ড সমস্যায় নেই সাদা-কালো কোচ

ডায়মন্ড হারবার পাচ্ছে না তাদের তারকা ফুটবলার মহম্মদ রফিককে।

Mohammedan Sporting Club will take on Diamond Harbour FC at CFL
Published by: Krishanu Mazumder
  • Posted:August 3, 2024 9:09 am
  • Updated:August 3, 2024 11:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার ঘরোয়া লিগের গ্রুপ এ-র গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ডায়মন্ড হারবার এফসি ও মহামেডান।
এই মুহূর্তে ডায়মন্ড হারবার গ্রুপ শীর্ষ থেকে এই ম্যাচ খেলতে নামছে। নিজেদের অষ্টম ম্যাচে নামার আগে মহামেডানের সমস্যা হল শনিবার তাদের বেঞ্চে থাকবে না কোচ হাকিম সেগেন্ডো। কার্ড সমস্যার জন্য তিনি এই ম্যাচে নেই। তাঁর পরিবর্তে এই ম্যাচে কোচের দায়িত্বে থাকবেন সহকারি কোচ জর্জ ভ্যানি লিংডো।

[আরও পড়ুন: সহজ লক্ষ্যেও ডোবাল ব্যাটিং, টাই হল শ্রীলঙ্কার সঙ্গে ভারতের প্রথম ওয়ানডে]

ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বিদেশি সমৃদ্ধ ইন্টার কাশীর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে এই মুহূর্তে আত্মবিশ্বাসী ইসরাফেল দেওয়ানরা। প্রতিপক্ষকে গুরুত্ব দিয়েও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মহামেডান ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। মহামেডানের অধিনায়ক তন্ময় ঘোষের হালকা চোট রয়েছে। তাঁকে নিয়ে শনিবার সকালে সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট।
মহামেডানের বিরুদ্ধে ডায়মন্ড হারবারও পাচ্ছে না তাদের তারকা ফুটবলার মহম্মদ রফিককে। কার্ড সমস্যার জন্য তিনি এই ম্যাচে খেলবেন না। গোলের মধ্যে রয়েছেন জবি জাস্টিন। লিগ টেবলে এই মুহূর্তে ছয় ম্যাচে পাঁচটায় জয় পেয়েছে ডায়মন্ড হারবার এফসি। জয়ের ধারা বজায় রাখতে চাইছেন জবি জাস্টিনরা।
(আজ কলকাতা লিগে- মহামেডান বনাম ডায়মন্ড হারবার এফসি
নৈহাটি স্টেডিয়াম, ৩.০০, জি ২৪ ঘণ্টায় সরাসরি)

Advertisement

[আরও পড়ুন: আনোয়ার নিয়ে সিদ্ধান্ত ঝুলেই রইল, কবে জানা যাবে তারকার ভবিষ্যৎ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement