শিলাজিৎ সরকার: কলকাতা লিগের সুপার সিক্সে উঠে গেল মহামেডান। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থেকে পরের রাউন্ডে পৌঁছল গতবারের চ্যাম্পিয়নরা। তবে রবিবার বৃষ্টির কারণে সাদাকালো ব্রিগেডের ম্যাচ ভেস্তে গেল। মেসারার্স ক্লাবের বিরুদ্ধে ম্যাচে হাফটাইম পর্যন্ত এগিয়ে ছিল মহামেডান। কিন্তু প্রবল বৃষ্টির কারণে শেষ পর্যন্ত খেলা সম্ভব হয়নি। ১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় এই ম্যাচের বাকি অংশ আবার অন্য কোনও দিন খেলতে নামবে মহামেডান।
চলতি কলকাতা লিগে একেবারেই ভালো পারফর্ম করতে পারেনি সাদাকালো ব্রিগেড। একটা সময়ে সুপার সিক্সে ওঠা রীতিমতো কঠিন হয়ে পড়েছিল মহামেডানের পক্ষে। গত ম্যাচে সুরুচি সংঘের বিরুদ্ধে ড্র করে সংকট আরও বাড়ে দলের অন্দরে। উল্লেখ্য, গত ২২ আগস্ট সুরুচি সংঘের বিরুদ্ধে ম্যাচ ছিল মহামেডানের। সেদিন দ্বিতীয়ার্ধের খেলা বৃষ্টিতে ভেস্তে যায়। এক সপ্তাহ পরে ম্যাচের বাকি থাকা অংশ খেলতে নামে সাদাকালো ব্রিগেড। দুরন্ত গোল করে সমতা ফেরান লালথাংচুঙ্গা। কিন্তু জয়সূচক গোলটি আর করতে পারেনি মহামেডান শিবির। ২-২ ফলে ম্যাচ শেষ হয়।
এহেন পরিস্থিতিতে রবিবার নৈহাটি স্টেডিয়ামে মেসারার্স ক্লাবের বিরুদ্ধে নামেন ইসরাফিল দেওয়ানরা। ম্যাচের মাত্র ৬ মিনিটের মাথায় লালঙ্গাইসাকার গোলে এগিয়ে যায় মহামেডান। হাফটাইম পর্যন্ত এই লিড ধরে রাখে দল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তুমুল বৃষ্টি। ৫৮ মিনিটের পরে রেফারি খেলা বন্ধ করতে বাধ্য হন। পরে আইএফএর তরফে জানিয়ে দেওয়া, এদিনের মতো ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল।
তবে ম্যাচ ভেস্তে গেলেও সুপার সিক্সের যোগ্যতা অর্জন করে ফেলল গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়নরা। রবিবারের অন্য ম্যাচে বিএসএসের মুখোমুখি হয়েছিল ইউনাইটেড স্পোর্টস। কিন্তু সেই ম্যাচে ১-০ গোলে হারে তারা। ফলে পয়েন্ট তালিকায় মহামেডানকে টপকে যাওয়া সম্ভব নয় ইউনাইটেড স্পোর্টসের পক্ষে। ডায়মন্ড হারবার এবং সুরুচি সংঘের পরে তৃতীয় দল হিসাবে গ্রুপ থেকে সুপার সিক্সের ছাড়পত্র পেয়ে গেল মহামেডান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.