মহামেডান: ৬ (ডেভিড, জোসেফ, কাসিমোভ, ফানাই, স্যামুয়েল)
ট্রাউ: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ম্যাচে শিলং লাজংয়ের কাছে আটকে গিয়েছিল সাদা-কালো ব্রিগেড। তবে মঙ্গলবার ঘা খাওয়া বাঘের মতোই দাঁত-নখ বের করে গর্জে উঠল দল। ট্রাউকে গোলের মালা পরিয়ে জয়ের সরণিতে ফিরল মহামেডান।
এদিন নৈহাটিতে খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ধরা দেন কাসিমোভরা। মাত্র তিন মিনিটেই প্রতিপক্ষের রক্ষণের সঙ্গে ছিনিমিনি খেলে গোল করেন ডেভিড। সাত মিনিট পর আবারও তিনিই এগিয়ে দেন দলকে। এরপর ২৯ মিনিটে ট্রাউ ডিফেন্সকে বোকা বানিয়ে বল জালে জড়ান জোসেফ। ৩৮ মিনিটে মহামেডানের হয়ে ব্যবধান আরও বাড়ান কাসিমোভ। প্রথমার্ধেই চার গোল হজম করে আত্মবিশ্বাস ভেঙে যায় ট্রাউয়ের। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো তো দূর, আরও দুটি গোল হজম করতে হয় তাদের। ৬৩ মিনিটে ফানাইয়ের গোলে স্কোর হয়ে যায় ৫-০-তে। আর ইনজুরি টাইমে ট্রাউয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন স্যামুয়েল। ট্রাউকে খাতাই খোলারই সুযোগ দেয়নি সাদা-কালো ব্রিগেড।
63′ | Alexis lofted ball towards Remsanga who slots it into the bottom corner. 🤩#JaanJaanMohammedan 💪🏼#BlackAndWhiteBrigade 🤍🖤 #ILeague 🏆 #IndianFootball ⚽ #MDSPTRAU ⚔ pic.twitter.com/O0oWe5Qqj9
— Mohammedan SC (@MohammedanSC) November 7, 2023
কয়েক সপ্তাহ আগেই তৃতীয়বারের জন্য কলকাতা লিগ ঢুকে পড়েছে মহামেডান তাবুঁতে। সেই অভিযানে সবচেয়ে বেশি অবদান রেখেছেন মিজ়োরামের ২১ বছরের নতুন তারা ডেভিড। লিগে তাঁর পা থেকে এসেছে ২১ গোল। এবার আই লিগের মঞ্চেও ধারাবাহিতভাবে গোল পাচ্ছেন তিনি। আই লিগের প্রথম ম্যাচে আইজল এফসিকে হারানোর পর শিলংয়ের কাছে আটকে গেলেও আবারও ছন্দে লাখো সেলামের মহামেডান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.