Advertisement
Advertisement

Breaking News

Mohammedan

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, পিছিয়ে থেকেই ফের সুরুচির মুখোমুখি হবে মহামেডান

হাফটাইমের পরে আর খেলা শুরু করা যায়নি।

Mohammedan match washed out due to heavy rain

ছবি: সংগৃহীত।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 22, 2024 6:32 pm
  • Updated:August 22, 2024 7:17 pm  

শিলাজিৎ সরকার: কলকাতা লিগে ভেস্তে গেল মহামেডানের ম্যাচ। বৃহস্পতিবার ডু অর ডাই সংগ্রাম ছিল ইসরাফিল দেওয়ানদের জন্য। এদিন জিততে পারলে সুপার সিক্সে যাওয়ার আশা বেঁচে থাকত। কিন্তু সেই স্বপ্নে বাধ সাধল বৃষ্টি। নৈহাটিতে তুমুল বৃষ্টির কারণে হাফটাইমের পর মাঠেই নামতে পারল না দুই দল। শেষ পর্যন্ত ম্যাচটি এদিনের জন্য পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়। অন্যদিক, হাফডজন গোলের মালা পরিয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিল ডায়মন্ড হারবার এফসি।  

এদিন সুরুচি সংঘের বিরুদ্ধে ম্যাচ ছিল মহামেডানের। নৈহাটির স্টেডিয়ামে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল সাদাকালো ব্রিগেডের কাছে। কারণ চলতি কলকাতা লিগে একেবারেই ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পারেনি মহামেডান। ১০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে দল। এহেন পরিস্থিতিতে সুরুচির বিরুদ্ধে ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলে সুপার সিক্সের লড়াইয়ে খানিকটা অ্যাডভান্টেজ পেত মহামেডান। 

Advertisement

[আরও পড়ুন: শিলংয়ে হবে প্রথম সেমিফাইনাল, জানিয়ে দিল ডুরান্ড কমিটি

কিন্তু মরণবাঁচন ম্যাচেও খারাপ পারফরম্যান্স ইসরাফিলদের। ১৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সুরুচির সুফিয়ান। গোল করে ‘রেসপেক্ট উইমেন’ লেখা পোস্টার তুলে ধরেন তিনি। মাত্র ৫ মিনিটের মধ্যেই ফের গোল করেন সুরুচির জে সিং। তবে বিরতির আগেই একটি গোল শোধ করেন মহামেডানের বামিয়া সামাদ। ২-১ পিছিয়ে থেকে হাফটাইমে যায় মহামেডান।  

নৈহাটিতে প্রবল বৃষ্টির কারণে দ্বিতীয়ার্ধের খেলা শুরুই করা যায়নি। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে কলকাতার লিগের আয়োজকদের তরফে জানিয়ে দেওয়া হয়, এদিনের মতো ম্যাচ পরিত্যক্ত। বৃষ্টির কারণে আর খেলা হওয়া সম্ভব নয়। তবে বাকি থাকা ৪৫ মিনিট পরে খেলা হবে। ২-১ ফলাফল থেকেই শুরু হবে দুই দলের ম্যাচ। অন্যদিকে, মহামেডানের গ্রুপের শীর্ষে থাকা ডায়মণ্ড হারবার এদিন ৬ গোল করল আর্মি রেডের বিরুদ্ধে। সুপার সিক্সের দৌড়েও অনেকখানি এগিয়ে গেল তারা। জানা গিয়েছে, শুক্রবার কলকাতা লিগে মোহনবাগান বনাম রেলওয়ে এফসি ম্যাচও স্থগিত রাখা হয়েছে। কারণ ওই সময়েই ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচ রয়েছে। 

[আরও পড়ুন: ভারতীয় দলে খেলেছেন বাবা, ইংল্যান্ডের জার্সি গায়ে টেস্ট ম্যাচে নামলেন ছেলে!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement