Advertisement
Advertisement

Breaking News

Mohammedan

সম্মানরক্ষার লড়াইয়েও ব্যর্থ, জামশেদপুরের কাছে হেরে আরও অন্ধকারে মহামেডান

সুপার সিক্স কার্যত নিশ্চিত করে ফেলল খালিদ জামিলের ছাত্ররা।

Mohammedan lost to Jamshedpur in ISL
Published by: Anwesha Adhikary
  • Posted:February 20, 2025 9:25 pm
  • Updated:February 20, 2025 9:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়েন্ট টেবিলে ‘লাস্ট বয়ে’র জায়গাটা আরও পাকা হয়ে গেল মহামেডানের। বৃহস্পতিবার ঘরের মাঠে সম্মানরক্ষার লড়াই ছিল অ্যালেক্সিস গোমেজদের। সেখানেও জামশেদপুর এফসির কাছে পরাস্ত হল সাদাকালো ব্রিগেড। পয়েন্ট টেবিলে সকলের শেষেই পড়ে রইল তারা।

প্রথমবার আইএসএল খেলতে নেমে সুপার সিক্সে ওঠার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছে মহামেডানের। আপাতত বাকি থাকা ম্যাচগুলি জিতে সম্মানরক্ষা করাটাই তাদের পাখির চোখ। অন্যদিকে, পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকলেও আচমকাই ছন্দ নষ্ট করে ফেলেছে জামশেদপুর। পরপর দুটি ম্যাচে বেঙ্গালুরু এবং নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হারতে হয়েছে তাদের। কলকাতায় আসার আগেও প্লে অফের ছাড়পত্র মেলেনি তাদের।

Advertisement

খানিকটা নড়বড়ে প্রতিপক্ষের বিরুদ্ধে অঘটন ঘটাতে পারে দল, এমনটা আশা ছিল মহামেডান সমর্থকদের মনে। ঘরের মাঠে প্রথম আইএসএল জয় আসতে পারে বলেও আশাবাদী ছিলেন তাঁরা। কিন্তু বরাবরের মতোই মহামেডানকে ডোবাল দুর্বল রক্ষণ। খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে ডিফেন্স চিরে পাস বাড়ান জামশেদপুরের জর্ডান মারে। সেই পাস ধরে গোলমুখী শট মারেন হার্নান্ডেজ। সেই শট কোনওমতে বাঁচালেও ফিরতি বলে শট মেরে গোল করেন ঋত্বিক দাস।

পাঁচ মিনিটের মাথায় গোল খেয়ে যাওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি মহামেডান। তবে দীর্ঘ সময় ধরে জামশেদপুরের আক্রমণ আটকেছেন রালতেরা। ৮২ মিনিটে এসে আবার গোলমুখ খুলে ফেলে জামশেদপুর। বক্সের ডানদিক থেকে জোরাল শটে গোল করেন নিখিল বার্লা। এই জয়ের ফলে সুপার সিক্স কার্যত নিশ্চিত করে ফেলল খালিদ জামিলের ছাত্ররা। অন্যদিকে টানা চার ম্যাচ হেরে আরও আঁধারে চলে গেল মহামেডান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement