Advertisement
Advertisement

Breaking News

Mohammedan

মহামেডানের কোচ থাকবেন? পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেরনিশভের

চেরনিশভকে ছাড়াই মোহনবাগানের বিরুদ্ধে নামবে মহামেডান।

Mohammedan coach to reconsider resignation decision
Published by: Anwesha Adhikary
  • Posted:January 30, 2025 3:38 pm
  • Updated:January 30, 2025 4:31 pm  

প্রসূন বিশ্বাস: ২৪ ঘণ্টা ধরে নাটক চলল মহামেডানে। বুধবার আচমকা কোচের পদ থেকে ইস্তফা দেন আন্দ্রে চেরনিশভ। রাতে ইনভেস্টরদের সঙ্গে আলোচনা করেন রাশিয়ান কোচ। তারপরেই বৃহস্পতিবার ক্লাবের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাজি হয়েছেন চেরনিশভ। অন্যদিকে, শেয়ার হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে মহামেডান।

আগামী শনিবার মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি। কলকাতায় পা দিয়েছেন নতুন স্ট্রাইকার মার্ক আন্দ্রে। তার মধ্যেই আচমকা পদত্যাগ করেন মহামেডানের কোচ। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘কোচের পদ ছাড়তে বাধ্য হচ্ছি। পরিস্থিতিই এই অবস্থায় আসতে বাধ্য করেছে। পেশাদার হিসেবে তিনমাস মাইনে না পেয়ে কাজ চালানো সম্ভব নয়।’ ফিফাতেও অভিযোগ জানান রাশিয়ান কোচ। তবে মহামেডানের ইনভেস্টর বাঙ্কারহিলের তরফে জানানো হয়, পদত্যাগপত্র গৃহীত হয়নি। এই নিয়ে চেরনিশভের সঙ্গে আলোচনা হবে।

Advertisement

সেই মতো বুধবার রাতে বাঙ্কারহিল কর্তা দীপক সিংয়ের সঙ্গে ঘণ্টা দেড়েক কথা বলেন রাশিয়ান কোচ। সেই বৈঠকের পর চেরনিশভ আটচল্লিশ ঘণ্টা সময় নেন তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার। জানা যায়, বৃহস্পতিবার তিনি বাড়ি চলে যাবেন ছুটি কাটাতে। পদত্যাগ প্রত্যাহার করলেও তিনি থাকবেন না মোহনবাগান ম্যাচে। সেই আলোচনার পর অবশ্য বাঙ্কারহিল কর্তারা আশাবাদী ছিলেন, এখনই পদত্যাগ করছেন না চেরনিশভ।

তবে ৪৮ ঘণ্টা নয়, ২৪ ঘণ্টার মধ্যেই মহামেডানকে আইলিগ জেতানো কোচ জানিয়ে দিলেন, পদত্যাগের সিদ্ধান্ত ভেবে দেখবেন তিনি। সেই কথাই বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে ক্লাবের তরফে। সেই সঙ্গে বলা হয়েছে, আগামী দিনে কোচ হিসাবে চেরনিশভ থাকবেন বলেই আশাবাদী মহামেডানের ইনভেস্টররা। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement