Advertisement
Advertisement

Breaking News

আগেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মহামেডান, এবার ডার্বিও জিততে চায় সাদা-কালো শিবির 

তিনটি ম্যাচে এখনও পর্যন্ত একটি ম্যাচেও জিততে পারেনি ইস্টবেঙ্গল।

Mohamedan Sporting has already become the champion, now they want to win Mini Derby | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 1, 2022 9:45 am
  • Updated:November 1, 2022 9:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিগ চ্যাম্পিয়ন আগেই হয়ে গিয়েছে। আজ ডার্বি জিতে কিশোরভারতী স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের উৎসব করতে চাইছে মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting Club)।

সুপার ফাইভে ম্যাচের ফলাফলের নিরিখে বলতে হলে পারফরম্যান্সের দিক দিয়ে ইস্টবেঙ্গলের (East Bengal) থেকে অনেকটাই এগিয়ে মহামেডান স্পোর্টিং। সুপার ফাইভের আগের তিনটি ম্যাচে এখনও পর্যন্ত একটি ম্যাচেও জিততে পারেনি ইস্টবেঙ্গল। সেখানে আপাতত তিনটে ম্যাচ খেলে তিনটেতেই জয় পেয়েছে মহামেডান। ফলে মঙ্গলবার শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামার আগেই লিগ পকেটে পুরে ফেলেছেন মহামেডান ফুটবলাররা। তার থেকেও উল্লেখযোগ্য দিক হল, এই নিয়ে পর পর দু’মরশুমে লিগ নিজেদের ঘরে তুলল মহামেডান।

Advertisement

[আরও পড়ুন: শৃঙ্খলা বিষয়ক ইস্যুতে কড়া মোহনবাগান, ‘এটিকে’ জট খুলতে সচিবের সঙ্গে চারজন]

 

মঙ্গলবারের ম্যাচটা সেক্ষেত্রে দু’দলের জন্য সম্মানের লড়াই। ইস্টবেঙ্গল চেষ্টা করবে, অন্তত শেষ ম্যাচে মহামেডানকে হারিয়ে সম্মানের সঙ্গে এই মরশুমের লিগ শেষ করতে। আর মাঠের মধ্যে যেহেতেু লিগ জয়ের উতসব পালন করা সম্ভব হয়নি, তাই মহামেডান ফুটবলাররা চাইছেন, শেষ ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়ে কিশোরভারতী স্টেডিয়ামেই লিগ জয়ের উতসব পালন করতে।

লিগ চ্যাম্পিয়নশিপের উৎসব পালনের জন্য প্রচুর সমর্থক হাজির হতে পারে ভেবে পুলিশ অবশ্য ৮ হাজারের বেশি সমর্থক মাঠে প্রবেশের অনুমতি দেয়নি। তবে মহামেডান কর্তৃপক্ষ সমর্থকদের কথা ভেবে লিগ জয়রে উতসব পালনের জন্য মঙ্গলবার কিশোরভারতীতে নানা পরিকল্পনা করে রেখেছে। তবে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ ঠিক করেছে, ফলাফল যাই হোক, লিগের শেষ ম্যাচেও আইএসএল আর কলকাতা লিগের ফুটবলারদের নিয়ে মিলিয়ে মিশিয়ে একটা দল তৈরি করবেন ইস্টবেঙ্গল কোচ বিনু জর্জ। এদিন প্রতিপক্ষ মহামেডান নিয়ে বলেন, ‘ওরা আই লিগেও দারুণ খেলেছে।খুবই ভাল দল। তবে আমরা শেষ ম্যাচটা জেতার চেষ্টা করব।’

আর মহামেডানের তারকা স্ট্রাইকার মার্কাস যোশেফ বলেন, ‘লিগ চ্যাম্পিয়ন হয়ে গেলেও কাল প্রচুর সমর্থক মাঠে আসবেন। সমর্থকদের সামনে ম্যাচটা জিতে লিগ জয়ের আনন্দ করতে চাই।’ 

[আরও পড়ুন: নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের দল ঘোষিত, কিউয়িদের বিরুদ্ধে T-20’র ক্যাপ্টেন হার্দিক]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement