সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের (Neymar) বান্ধবী ও শিশুকন্যাকে অপহরণের চেষ্টা করল দুষ্কৃতীরা। বান্ধবী ব্রুনার (Bruna) বাড়িতে ঢুকে ডাকাতি করে তারা। সেই সময়ে বাড়িতে ছিলেন না ব্রুনা ও তাঁর শিশুকন্যা। আর সেভেন সংবাদপত্রের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এমনই চাঞ্চল্যকর খবর।
অভিযুক্ত দুষ্কৃতীরা ব্রুনার বাবা ও মা-র হাত-পা বেঁধে রাখে। যদিও তাঁদের কোনও ক্ষতি করেনি দুষ্কৃতীরা। ব্রাজিল পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে গ্রেপ্তার করে একজন অভিযুক্তকে।
যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তার বাড়ি ব্রুনার বাড়ির কাছেই। অভিযুক্ত লোকটি দুষ্কৃতীদের ডাকাতি করতে সাহায্য করেছিল বলেই খবর। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, ডাকাতির কয়েক ঘণ্টা আগে, তিন জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ব্রুনার বাড়ির কাছে ঘুরছিল। ঘটনার সঙ্গে জড়িত বাকি দুষ্কৃতীদের খুঁজছে ব্রাজিলীয় পুলিশ। দুষ্কৃতীরা দামি ব্যাগ, ঘড়ি এবং গয়না নিয়ে চম্পট দিয়েছে। ব্রুনার বাড়িতে সন্দেহজনক কিছু ঘটছে এমন আশঙ্কা করেই পড়শিরা ব্রাজিলীয় পুলিশকে গোটা ঘটনা জানান। নেইমার অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.