Advertisement
Advertisement
FIFA World Cup 2022 Qatar World Cup 2022 Lionel Messi Argentina Mexico

দেশের পতাকা দিয়ে মেঝে মুছেছেন মেসি, আর্জেন্টাইন তারকাকে হুমকি মেক্সিকান বক্সারের

ঈশ্বর করুন মেসি যেন তাঁর সামনে না আসেন, বলেছেন মেক্সিকান বক্সার আলভারেজ।

Mexican Champion Boxer Alvarez threatens Lionel Messi for disrespecting Mexican flag and jersey | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 28, 2022 4:24 pm
  • Updated:November 28, 2022 4:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেক্সিকোর (Mexico) বিরুদ্ধে দু’গোলে ম্যাচ জিতে উঠে উল্লসিত আর্জেন্টাইন (Argentina) শিবির ড্রেসিং রুমে উৎসব উদযাপন করে। আর সেই উদযাপন ঘিরেই প্রশ্নের মুখে লিও মেসি। তাঁকে দেওয়া হল হুমকি। দিলেন কে? এক মেক্সিকান চ্যাম্পিয়ন বক্সার টুইটে লেখেন, ”ঈশ্বর করুন মেসি যেন আমার সামনে না আসে।”

কাতার বিশ্বকাপে (Qatar World Cup) সৌদি আরবের কাছে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পরে নীল-সাদা জার্সিধারীরা প্রবল চাপে ছিল। ওচোয়াদের হারিয়ে আর্জেন্টিনা ভেসে রইল মেগা টুর্নামেন্টে। সেলিব্রেশনের সময়ে খালি গায়েই নাচ-গান করতে দেখা যায় মেসি-দি’ পলদের। টেবিলে উঠে পড়েন গোলকিপার এমি মার্টিনেজ। খালি গায়ে হাততালি দিতে দিতে সতীর্থদের গানে যোগ দেন মেসি। দিবালা, নিকোলাস ওটামেন্ডিরাও সেলিব্রেশনে মেতে ওঠেন। তাঁদের সেই সেলিব্রেশনের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ছবি ভাইরাল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্বয়ং মেসি। মেক্সিকোর চ্যাম্পিয়ন বক্সার ক্যানসেলো আলভারেজ হুমকি দিয়েছেন ‘এলএম টেন’কে। চারটি বিভাগে চ্যাম্পিয়ন ক্যানসেলোর অভিযোগ ড্রেসিং রুমে উদযাপনের সময়ে মেক্সিকো জাতীয় দলের জার্সি এবং পতাকাকে অসম্মান করেছেন মেসি। মেক্সিকো জাতীয় দলের জার্সি মেসি পা দিয়ে সরিয়েছেন বলে উল্লেখ করেছেন মেক্সিকান বক্সার। 

Advertisement

[আরও পড়ুন: এক ওভারে সাত ছক্কা! ইতিহাসের পাতায় নাম লেখালেন ভারতীয় ওপেনার]

 

আর্জেন্টাইন প্লেয়াররা যখন আনন্দে মেতে ওঠেন, সেই সময়ে নিজের জায়গায় বসে বুট খুলছিলেন মেসি। বুট খোলার সময়ে মেক্সিকোর জার্সি পা দিয়ে পাশে সরিয়ে রাখেন আর্জেন্টাইন অধিনায়ক। ভিডিওতে এমনটাই দেখা গিয়েছে। যাঁরা ভিডিওটি দেখেছেন, তাঁরা কিন্তু এর মধ্যে খারাপ কিছু দেখেননি। বক্সার আলভারেজ বিষয়টা ভাল ভাবে নেননি। তিনি রাগত ভাবে একাধিক টুইট করেন। আলভারেজ লিখেছেন, ”আমাদের জার্সি ও জাতীয় পতাকা দিয়ে মেসির মেঝে পরিষ্কার করা সবাই দেখেছেন?”

 

আলভারেজ আরও লেখেন, ”আমার সামনে যেন মেসি না আসে। ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি।” মেক্সিকান বক্সার আরও লেখেন, , ‘ভক্তদের বিষয়টি আলাদা। আমরা তো সাধারণ মানুষের কাছে উদাহরণ।”

মেক্সিকান চ্যাম্পিয়ন বক্সার আরও লেখেন, ”আর্জেন্টিনাকে আমি শ্রদ্ধা করি। মেসিরও উচিত মেক্সিকোকে সম্মান প্রদর্শন করা। আমি কোনও দেশের (আর্জেন্টিনা) কথা বলছি না, আমি মেসির কথা বলছি।” 

ছাপার অযোগ্য ভাষা ব্যবহার করেন আলভারেজ। এবিষয়ে মেসিদের কোনও প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি।

 

[আরও পড়ুন: ‘দেশের সংস্কৃতি, আইন মানতে না পারলে বেরিয়ে যাও’, ব্রাসেলস-দাঙ্গা নিয়ে বিস্ফোরক রাইডার]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement