সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্নের বিশ্বকাপ (Qatar World Cup) জয়ের স্বাদ পেয়েছেন সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসি (Lionel Messi)। কিন্তু ফাইনাল ম্যাচে তাঁর গোল নিয়ে প্রশ্ন উঠে গেল। ম্যাচের ভিডিও দেখার পরে ফুটবল প্রেমীদের মতে, মেসির দ্বিতীয় গোলটি বাতিল করে দেওয়া উচিত। কারণ ফিফার নিয়ম অনুযায়ী, এই পরিস্থিতিতে গোল করলে তা গ্রাহ্য করা উচিত নয়। গোলের ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন নেটিজেনরা।
কেন মেসির গোল বাতিলের দাবি উঠছে? নির্ধারিত সময়ে ২-২ ফলে ম্যাচ শেষ হয়। তারপর অতিরিক্ত সময়ের প্রথম গোলটি আসে মেসির পা থেকেই। শেষ মুহূর্তে ফরাসি ডিফেন্ডার বল ক্লিয়ার করলেও দেরি হয়ে গিয়েছিল। গোললাইন পেরিয়ে গিয়েছিল মেসির শট। আপাতদৃষ্টিতে গোল নিয়ে কোনও সমস্যা চোখে পড়েনি। কিছুক্ষণ খুঁটিয়ে দেখে গোলের সিদ্ধান্ত জানিয়ে দেন রেফারি।
An Another goal from #Argentina 🔥🔥
3rd goal for Argentina #ArgentinaFrancia#FIFAWorldCup pic.twitter.com/Q7IlgqhpBl— Vivek (@CinnaKalaivanar) December 18, 2022
কিন্তু খেলার শেষে বিতর্ক শুরু হয়। বেশ কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, মেসি যখন গোল লক্ষ্য করে শট মারছেন সেই সময়ে মাঠের মধ্যে ঢুকে পড়েছেন আর্জেন্টিনার ফুটবলাররা। রিজার্ভ বেঞ্চে থাকা ফুটবলাররা যদি মাঠে উপস্থিত থাকেন, আর সেই সময়ে সেই দল গোল করে দেয়, তাহলে গোলটিকে বাতিল করার কথা লেখা রয়েছে ফিফার নিয়মে। সেই যুক্তিতেই সরব হয়েছেন ফুটবলপ্রেমীরা।
Some suggestion that Lionel Messi’s second goal should have been disallowed because 2 Argentina subs stepped onto the pitch to celebrate just before the ball crossed the line.
To the letter of the law perhaps, but it is far too insignificant to be within the remit of the VAR. pic.twitter.com/ZyL5c2k9eJ
— Dale Johnson (@DaleJohnsonESPN) December 19, 2022
ফরাসি সংবাদপত্রগুলিও একই দাবি তুলেছে। সেখানে বলা হয়েছে, “গোটা ম্যাচে একেবারে নিয়ম মেনে খেলেছে ফ্রান্স। অন্যদিকে, আর্জেন্টিনার খেলোয়াড়রা নিয়মের তোয়াক্কা মাঠে ঢুকে পড়েছিল। এহেন ঘটনা একেবারে মেনে নেওয়া যায় না।” তবে এই ক্ষেত্রে মাঠে থাকা রেফারির সিদ্ধান্তকে চূড়ান্ত বলে মেনে নিতে হবে। তিনি গোল বাতিল করেননি, তাই মেসির গোল বাতিলের আর কোনও সম্ভাবনা নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.