Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

মোহনবাগানে স্পোর্টস লাইব্রেরি তৈরির কাজ শুরু, কবে উদ্বোধন? জানালেন সচিব

ভারতবর্ষে প্রথমবার কোনও ক্লাব তাঁবুতে তৈরি হচ্ছে স্পোর্টস লাইব্রেরি।

Meeting held at Mohun Bagan tent on Sports Library | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 12, 2022 9:34 pm
  • Updated:December 12, 2022 9:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগানের মুকুটের আরও এক পালক। ভারতবর্ষে প্রথমবার কোনও ক্লাব তাঁবুতে তৈরি হচ্ছে স্পোর্টস লাইব্রেরি। আর আজ, সোমবার দীপ প্রকাশনীর সহযোগিতায় তার কাজ শুরু হল।

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানান, কীভাবে লাইব্রেরির কাজ এগোবে, তা নিয়ে এদিন বৈঠকে বসেছিলেন তাঁরা। বৈঠকে হাজির ছিলেন সহ-সভাপতি কুণাল ঘোষ, এক্সিকিউটিভ কমিটির সদস্য এবং দীপ প্রকাশনীর তরফে দীপ্তাংশু মণ্ডল। দেবাশিস দত্ত জানান, তাঁদের ইচ্ছা আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই এই লাইব্রেরি তৈরির কাজ শেষ করার। সেই মাসেই উদ্বোধন করার পরিকল্পনাও রয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। ক্লাবের যে অংশে ক্লাবহাউস তৈরি হচ্ছে, সেখানেই হবে ক্রীড়া লাইব্রেরি।

Advertisement

[আরও পড়ুন: অনিদ্রা থেকে শীঘ্রপতন, বহু রোগের ওষুধ গাঁজার উপর বিধিনিষেধ শিথিলের দাবি চিকিৎসকদের]

গত জুন মাসেই ‘মোহনবাগান (Mohun Bagan) স্পোর্টস লাইব্রেরি’ তৈরি নিয়ে আলোচনায় বসেছিলেন মোহনবাগান কর্তারা। এই স্পোর্টস লাইব্রেরির সঙ্গে সংযুক্তি রেখে প্রতি বছর শুধুমাত্র স্পোর্টস সম্পর্কিত বইগুলি নিয়ে ‘ক্রীড়া বইমেলা’ হওয়ার কথাও জানানো হয়েছিল। দেবাশিস দত্ত সে সময় বলছিলেন, ‘‘আমার তো মনে হয় শুধু বাংলা নয়, সারা ভারতেই কোনও ক্লাবের শুধু স্পোর্টস লাইব্রেরি নেই। সেদিক থেকে মোহনবাগান ক্লাব ইতিহাস তৈরি করতে চলেছে। সেখানে ক্রীড়া সাহিত‌্য নিয়ে শুধু পাঠকদের আগ্রহ মেটানোই নয়, ক্রীড়া গবেষকরাও মোহনবাগানের এই স্পোর্টস লাইব্রেরিতে এসে কাজ করতে পারবেন।’’

কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছিলেন, ‘‘মোহনবাগান ক্লাব একটি প্রতিষ্ঠান। এখানে শুধু খেলাধুলো নয়, ক্রীড়া সাহিত্যের পৃষ্ঠপোষকতা করা হবে। কত মানুষ ক্রীড়া গবেষণা করতে গিয়ে রেফারেন্স খোঁজেন। মোহনবাগানের স্পোর্টস লাইব্রেরিতে সেই সুযোগ থাকবে।’’ ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় স্পোর্টসের বইগুলি নিয়ে ক্লাবেই একটি বইমেলা করার প্রস্তাব দিয়েছিলেন। তখন ঠিক হয় স্পোর্টসের বইগুলি নিয়ে ক্লাব চত্বরেই একটি বইমেলা করা হবে। আর এবার সেই ঐতিহাসিক লাইব্রেরি তৈরির দিকে প্রথম পদক্ষেপ করল সবুজ-মেরুন শিবির।

[আরও পড়ুন: ‘প্রতিটি ম্যাচেই কোচের আলাদা স্ট্র্যাটেজি, আমার বাজি ক্রোয়েশিয়া’, বলছেন ডগলাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement