সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রান্সের (France) যত মানুষ এমবাপেকে চেনেন, তার থেকেও অনেক বেশি মানুষ ফরাসি ফুটবলারকে। বক্তৃতা দিতে গিয়ে সাফ এই কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দু’দিনের জন্য ফ্রান্স সফরে গিয়েছেন তিনি সেখানেই প্রবাসী ভারতীয়দের সামনে বক্তব্য পেশ করেন। দুই দেশের মানুষের যোগসূত্র বোঝাতেই এমবাপের উদাহরণ টেনে আনেন মোদি। প্রসঙ্গত, ফ্রান্স সফরে গিয়েই সেদেশের সর্বোচ্চ সম্মান লিজিয়ঁ দ্য অনার দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে।
বৃহস্পতিবার ফ্রান্সে পৌঁছেই সেখানকার প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। তারপর বক্তৃতা দেওয়ার সময়ে তাঁর মুখে উঠে আসে ফরাসি ফুটবলার কিলিয়ন এমবাপের নাম। মোদি বলেন, “ফরাসি ফুটবলার কিলিয়ন এমবাপে তো ভারতের যুব সম্প্রদায়ের মধ্যে সুপারহিট। আমার মনে হয় ফ্রান্সের যত মানুষ এমবাপেকে চেনেন, তার থেকে অনেক বেশি ভারতীয়রা এমবাপেকে চেনেন।” দুই দেশের মানুষ একে অপরের সঙ্গে কতখানি সংযুক্ত, সেই কথা বোঝাতেই এমবাপের উদাহরণ টানেন মোদি।
#WATCH | French football player Kylian Mbappe is superhit among the youth in India. Mbappe is probably known to more people in India than in France, said PM Modi, in Paris pic.twitter.com/fydn9tQ86V
— ANI (@ANI) July 13, 2023
প্রসঙ্গত, বর্তমান সময়ে ফ্রান্সের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম এমবাপে। ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। চার বছর পরে ২০২২ সালেও ফাইনালে ওঠে তাঁর দল। ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করলেও অবশ্য ট্রফি জেতা হয়নি তাঁর। জাতীয় দলের পাশাপাশি ক্লাব প্যারিস সাঁ জাঁর হয়েও বিরাট সাফল্য পেয়েছেন তিনি। ফুটবল বিশেষজ্ঞদের অনেকের কাছেই তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উত্তরসূরি।
শুধু ফুটবলই নয়, নানা ক্ষেত্রেই ভারত ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আইফেল টাওয়ার থেকেই ভারতের ইউপিআই ব্যবস্থা চালু হবে ফ্রান্সে। সেই সঙ্গে মার্সেইতে একটি কনসুলেট খুলতে চলেছে ভারত। তার পাশাপাশি ফ্রান্সে পড়াশোনা করা ভারতীয়দের জন্য পাঁচ বছরের ওয়ার্ক ভিসার কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আগে এই ভিসার মেয়াদ ছিল দু’বছর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.