সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কিন ক্যানসারে আক্রান্ত কিংবদন্তি জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার। বুধবারই প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে নিজেই সেকথা জানিয়েছেন বায়ার্ন মিউনিখের (Bayern Munich) গোলরক্ষক।
Manuel Neuer reveals that he had skin cancer on his face and that he was operated three times.
“In my case it’s skin cancer on my face, which has required three surgeries”, Neuer revealed on Instagram pic.twitter.com/d1RIpxll3J
— Bayern & Germany (@iMiaSanMia) November 2, 2022
নুয়্যার (Manuel Neuer) এবং টেনিস তারকা অ্যাঞ্জেলিক কেরবের সম্প্রতি একটি স্কিন কেয়ার ক্রিম প্রকাশ করেছেন। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সেই উপলক্ষ্যে একটি ভিডিও পোস্ট করেছেন ন্যুয়ের। সেখানেই তিনি স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। সেই ভিডিওয় নুয়্যারকে বলতে শোনা গিয়েছে,”আমি স্কিন ক্যানসারে (Cancer) আক্রান্ত হয়েছিলাম। তিনবার অস্ত্রোপচার করাতে হয়েছে আমাকে। আসলে আমরা খেলোয়াড়রা সারাদিন রোদে অনুশীলন করি। ছুটি কাটাতেও আমরা রোদেই যায়। তাই সান প্রোটেকশন দরকার।”
তবে ক্যানসার আক্রান্ত হওয়ার কথা বললেও কবে তিনি এই মারণ রোগের কবলে পড়েন সেটা স্পষ্ট করেননি নুয়্যার। তবে গতবছর খেলার মাঠে একবার তার মুখে প্লাস্টার দেখা গিয়েছিল। সমর্থকদের ধারণা, সেসময়ই অস্ত্রোপচার হয়েছিল তাঁর। উল্লেখ্য, গত অক্টোবর থেকে মাঠের বাইরে ন্যুয়ের। কাঁধের চোটের কারণে খেলতে পারছেন না। মাঠে ফেরার মরিয়া চেষ্টা চালাচ্ছেন জার্মান কিপার। শোনা যাচ্ছে, আগামী রবিবার ফের মাঠে নামতে পারেন তিনি।
ম্যানুয়েল নুয়্যার ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়ন (2014 World Cup) জার্মান দলের নিয়মিত সদস্য ছিলেন। জার্মানি এবং বায়ার্নের হয়ে নিয়মিত ভাল পারফর্ম করে ফুটবল মহলে অতি পরিচিত মুখ হয়ে উঠেছেন নুয়্যার । কিন্তু বেশ কিছুদিন ধরেই যে তিনি মারণ রোগকে সঙ্গী করে খেলার মাঠে পারফর্ম করে চলেছেন সেটা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। ক্যানসার আক্রান্ত হলেও ন্যুয়ার আগামী কাতার বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদী। নিজেই জানিয়েছেন, বিশ্বকাপে খেলার জন্য তিনি মুখিয়ে আছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.