Advertisement
Advertisement

Breaking News

Manuel Neuer

নয়্যার যুগের অবসান, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর কিংবদন্তি জার্মান গোলকিপারের

২০১৪ বিশ্বকাপ জেতাটাই তাঁর ফুটবলজীবনের অন্যতম সেরা মুহূর্ত, বিদায়বেলায় জানিয়েছেন নয়্যার।

Manuel Neuer announces retirement from international football

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 21, 2024 8:07 pm
  • Updated:August 21, 2024 8:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জার্মানি ফুটবলে এক যুগের অবসান। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন সেদেশের কিংবদন্তি গোলকিপার ম্যানুয়েল ম্যানুয়েল নয়্যার। ১৫ বছর ধরে দেশের জার্সিতে শেষ প্রহরী হিসাবে গোলপোস্ট রক্ষা করেছেন। ১২৪ ম্যাচ খেলার পরে গোলকিপারের দস্তানা তুলে রাখলেন নয়্যার। বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও দুবার গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার যন্ত্রণাও ভোগ করতে হয়েছে তাঁকে।

বুধবার নিজের ইনস্টাগ্রামে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন নয়্যার। আবেগঘন বার্তায় তিনি বলেন, “একটা সময় তো এই দিনটা আসারই ছিল। জার্মানির জাতীয় দলের হয়ে আজকে আমার কেরিয়ার শেষ। যাঁরা আমাকে চেনেন, তাঁরা সকলেই জানেন যে এই সিদ্ধান্তটা নিতে কতখানি যন্ত্রণা হয়েছিল। যদিও শারীরিকভাবে আমি এখনও ফিট। ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছাও ছিল। কিন্তু একই সঙ্গে আমার মনে হচ্ছে অবসর নেওয়ার এটাই আদর্শ সময়। বায়ার্ন মিউনিখের হয়েই এখন নিজের সেরাটা দিতে চাই।”

Advertisement

[আরও পড়ুন: অলিম্পিকের সাফল্যে তুঙ্গে জনপ্রিয়তা, ৩ গুণ বাড়ল ভিনেশের বিজ্ঞাপনী আয়

২০১৪ বিশ্বকাপ জেতাটাই তাঁর ফুটবলজীবনের অন্যতম সেরা মুহূর্ত, বিদায়বেলায় জানিয়েছেন নয়্যার। তবে চলতি বছরে ঘরের মাঠে ইউরো খেলতে গিয়েও যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলে জানান কিংবদন্তি। ইউরো জয়ের অন্যতম দাবিদার হলেও কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয় নয়্যারদের। দেশের জার্সিতে সেটাই জার্মান কিংবদন্তির বিদায়ী ম্যাচ হয়ে রইল। ২০২৩ সাল পর্যন্ত ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরে জার্মানির হয়ে খেলতে পেরেও গর্বিত নয়্যার।

২০০৯ সালে আন্তর্জাতিক ফুটবলে আত্মপ্রকাশ। তার পরের বছরের বিশ্বকাপেই ফুটবল দুনিয়ার নজর কেড়ে নেন নয়্যার। চার বছর পরে জার্মানিকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার নেপথ্যেও ছিল নয়্যারের দস্তানা। সেবার গোল্ডেন গ্লাভস পেয়েছিলেন। ব্যালন ডি’অরের জন্যও মনোনীত হন তিনি। বুধবার থেকে থেমে গেল আন্তর্জাতিক ফুটবলে নয়্যারের বর্ণময় সফর।

[আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেটেও বিরাট বদল, বিসিবি সভাপতির পদ ছাড়লেন হাসিনা ঘনিষ্ঠ পাপন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement