সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে শিলংয়ে বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছে ভারত। ফলাফল হতাশাজনক তো বটেই, গোটা ম্যাচে সুনীল ছেত্রীর পারফরম্যান্স দেখেও হতাশ দেশের ফুটবলভক্তরা। একই অবস্থা কোচ মানোলো মার্কুয়েজের। গোলশূন্য ড্রয়ের পর তিনি সাফ জানালেন, এটাই ভারতীয় ফুটবলের আসল চেহারা।
খাতায়-কলমে র্যাঙ্কিংয়ে ৫৯ ধাপ এগিয়ে ভারত। ম্যাচ দেখে সেটা একেবারেই মনে হয়নি। একাধিকবার গোল করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ম্যাচের পর মার্কুয়েজ বলছেন, “এটা সম্ভবত আমার জীবনের সবচেয়ে কঠিন সাংবাদিক সম্মেলন। আমার মাথায় যা চলছে, তা এখানে বলার উপায় নেই। মরিশাসের বিরুদ্ধে একটা ট্রেনিং সেশন নিয়ে ম্যাচ খেলেছিলাম। ভেবেছিলাম এবার প্রতি ম্যাচে উন্নতি হবে। কিন্তু আজ মনে হচ্ছে দু-তিন ধাপ পিছিয়ে গিয়েছি।”
২৬ বছর পর দুদলের লড়াই গোলশূন্য ড্র হল। চর্চায় বিশাল কাইথের ভুলও। যেখান থেকে অনায়াসে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। আবার গোলের সুযোগ হাতছাড়া করেন সুনীল ছেত্রী। ভারতের কোচের বক্তব্য, “এটা অভিজ্ঞতা বা অনভিজ্ঞতার প্রশ্ন নয়। প্রশ্ন হল, তুমি ম্যাচটা কেমন খেলছ? গোলকিপার হয়তো ভুল করেছে। কিন্তু বাস্তবটা হল সবাই খারাপ খেলেছে। আমরা অত্যন্ত খারাপ খেলেছি। যদি ইতিবাচক কিছু থাকে, সেটা হল আমরা এক পয়েন্ট পেয়েছি। প্রথমার্ধে যে গোল খাইনি এটাই আমাদের সৌভাগ্য।”
অন্যদিকে যাকে নিয়ে হইচই, সেই হামজা চৌধুরী বলছেন, ম্যাচটা জিততে পারতেন। গোটা ম্যাচজুড়ে তাঁর পারফরম্যান্স চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে উপমহাদেশীয় ফুটবলের মানের সঙ্গে তাঁর পার্থক্য কোথায়। আর সুনীল ছেত্রীকে অবসর থেকে ফিরিয়ে আনা ভারত? মার্কুয়েজ বলছেন, “আমরা একেবারে ভালো খেলিনি। আমি হতাশ, রেগেও আছি। আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে। এত খারাপ খেলার পর আমার মুখে কোনও ভাষা নেই। হয়তো ভারতীয় ফুটবলের এটাই বাস্তবতা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.