Advertisement
Advertisement
Manchester United

হাইভোল্টেজ ডার্বিতে আত্মঘাতী গোলেই ডুবল ম্যান ইউ, ৩১ বছর পর লজ্জার রেকর্ড গড়ল দল

অতিরিক্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নির্ভরতাই যেন ডোবাচ্ছে দলকে।

Manchester United lost to Manchester City in Premier League | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:November 6, 2021 9:51 pm
  • Updated:November 6, 2021 10:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একটা ম্যাচ। আরও একটা হার। লিভারপুলের কাছে লজ্জার হারের পর এবার ডার্বিতেও মুখ থুবড়ে পড়ল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অতিরিক্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) নির্ভরতাই যেন ডোবাচ্ছে দলকে। তিনি নিষ্প্রভ হয়ে পড়াতেই হারিয়ে গেল দলের খেলা। ম্যাঞ্চেস্টার সিটির কাছে ২-০ গোলে পরাস্ত হয়ে তৈরি হল লজ্জার রেকর্ড।

ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার পর প্রায় প্রতিটা ম্যাচেই ত্রাতার ভূমিকায় ধরা দিচ্ছেন রোনাল্ডো। আর তাঁর খেলায় তাল কাটলেই হারতে হচ্ছে দলকে। কোচ সোলজায়ারও বারবার বুঝিয়ে দিচ্ছেন, তাঁর ভরসা একমাত্র সিআর সেভেনই। আর এতেই অসন্তুষ্ট ম্যান ইউর (Manchester United) প্রাক্তনীরা। টিম গেমের অভাবের জন্য কোচকেই দুষছে ফুটবল মহল। প্রশ্নচিহ্নের মুখে সোলজায়ারের কোচিং।

Advertisement

শনিবার ঘরের মাঠে রেড ডেভিলসের হারে সেই প্রশ্ন আরও জোড়ালো হল। ম্যাচ শেষে অবশ্য কোচ বলে দিচ্ছেন, এখান থেকেও ঘুরে দাঁড়াবে দল। তাঁর হাতে তেমন ফুটবলার রয়েছেন। তবে কীভাবে? সে উত্তর সোলজায়ারের জানা আছে কি না, সন্দেহ।

[আরও পড়ুন: রাহুল দ্রাবিড়ের জায়গায় ভিভিএস লক্ষ্মণ! বড় সিদ্ধান্তের পথে BCCI]

এদিন খেলার শুরুতেই বেইলির আত্মঘাতী গোলে এগিয়ে যান ম্যান সিটি। আর প্রথমার্ধের শেষেই জয়সূচক গোলটি করে দেন বার্নার্ডো সিলভা। দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফিরতে পারেনি রেড ডেভিলস। একা কেভিন ডি ব্রুইন গোলের যা সুযোগ তৈরি করেছিলেন, গোটা ম্যান ইউ মিলেও তা পারেনি। আর এতেই লজ্জার রেকর্ড গড়ল দল। ১৯৮৯ সালের পর এই প্রথমবার এক বছরে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে মোট আটটি ম্যাচ হারল ম্যান ইউ। শুরুটা হয়েছিল ম্যান সিটির কাছে ০-২ হার দিয়েই। শেষটাও করল তারাই। এরপর সত্যিই ঘুরে দাঁড়াতে না পারলে প্রিমিয়ার লিগে প্রথম পাঁচে থাকাও কঠিন হয়ে উঠবে ওলের দলের জন্য।

[আরও পড়ুন: T-20 World Cup: ওয়ার্নার ঝড়ে বিপর্যস্ত ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বকাপের বিদায়ী ম্যাচেই অবসর ব্রাভোর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement